প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিন মশরুর এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দেয়া হয়েছে।রোববার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পৃথক অভিযান পরিচালনা করে শহরের দক্ষিন কলেজ পাড়া এলাকা হতে মৃত শিবু রবি দাশের ছেলে নিমাই রবি দাশ (৩৫) কে দেশী মদসহ আটক করা হয় ও পৌর এলাকার কচুয়াডাঙ্গা হতে বাদশা মিয়ার ছেলে সুজন মিয়া (৩৫) কে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুজন মিয়াকে ৩ মাস ও নিমাই রবি দাসকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।