সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

টাঙ্গাইলে নতুন ১৬ জন সহ করোনা আক্রান্ত ২৩৬

  • আপডেট : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৬০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নতুন করে আরও ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ২৩৬ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে মির্জাপুর উপজেলার আটজন, সদর উপজেলার চারজন, কালিহাতী উপজেলার তিনজন ও ঘাটাইল উপজেলার একজন রয়েছে। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১ জুন পাঠানো ১৪৮টি নমুনার প্রাপ্ত ফলাফলে নতুন করে ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন ২৩৫। ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন আর মৃত্যুবরণ করেছেন ৫ জন।

এর পূবের্ নতুন ২৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে ২১৯ জন। এদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন।

গত ২৯ মে ৭৯  জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এছাড়া ৩১ মে  ১৪৯ জনের নমুনা পাঠানো হয়। পরে শুক্রবার সকালে দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন  ২৮ জন আক্রান্ত হয়।

নতুন আক্রান্তের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স, একজন মেডিকেল এসিস্ট্যান্ট এবং একজন মেডিকেল টেকনোলজিস রয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য মতে, নতুন করোনা শনাক্ত ব্যক্তিদের মধ্যে কালিহাতীতে ৭ জন, মির্জাপুরে ৫, ভূঞাপুরে ২, সদরে ৬, গোপালপুরে ১, সখীপুরে ২, দেলদুুয়ারে ১ এবং নাগরপুর উপজেলায় ৪ জন। নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে একজন চিকিৎসক, একজন নার্স এবং দুইজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নারী চিকিৎসক রয়েছেন। এর আগে ওই চিকিৎসকের স্বামী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) করোনায় আক্রান্ত হন। নতুন করে একই হাসপাতালের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, ১ জন সাবেক সেনা সদস্য এবং এক গার্মেণ্টকর্মী করোনায় আক্রান্ত হন। কালিহাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সিনিয়র নার্স এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট করোনায় আক্রান্ত হয়েছেন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান জানান , ২৯ মে ৭৯ জনের নমুনা ৩১ মে ১৪৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। দুইদিনের নমুনার ফলাফল একত্রে আসে। এতে নতুন করে ২৮ জনের করোনা ভাইরাস পজেটিভ আসে। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৮ জন এবং মারা যায় ৫ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme