টাঙ্গাইলে নদী ভাঙন রক্ষায় সরকারি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলে নদী ভাঙন রক্ষায় সরকারি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ধলেশ্বরী নদীর তীরে বসতবাড়ি ও আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা ভাঙনের কবল থেকে রক্ষায় দ্রুত সরকারি ব্যবস্থা গ্রহণ ও সুরক্ষা বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ফতেপুর পশ্চিমপাড়া গ্রামবাসীর আয়োজনে ধলেশ্বরী নদী তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- দাইন্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাবু মিয়া, মুক্তার আলী, সিরাজ আলী, হেকমত চাঁন মিয়া প্রমুখ।

বক্তারা বলেন, সারা বছর ধলেশ্বরী নদী থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তলনের ফলে প্রতিবছরই বন্যাতে ভাঙণন দেখা দেয়। চলতি বন্যায় গত ৭ দিনে ৫টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বক্তারা প্রশাসনের কাছে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও সরকারের কাছে ভাঙন ঠেকাতে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840