প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বিশ্ব নৌদিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) শাহীনুল ইসলাম ফকির, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।
এসময় শহরের বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।