সংবাদ শিরোনাম:
৩০ চীনা কোম্পানির ১০০ কোটি ডলারের বিনিয়োগ প্রতিশ্রুতি ঈদের আনন্দে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় আয়োজন প্রসংসনীয়-ফরহাদ ইকবাল টাঙ্গাইলে লায়ন্স ক্লাব ও সৃষ্টি শিক্ষা পরিবারের ঈদ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয়ের “সতীর্থ-৮৮” সংগঠনের ঈদ খাদ্য সামগ্রী বিতরন টাঙ্গাইল শহরে ফরহাদ ইকবালের ঈদ সামগ্রী বিতরণ টাঙ্গাইলে ঘারিন্দা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল আঞ্চলিক সংবাদপত্র পরিষদ টাঙ্গাইল জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ টাঙ্গাইলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত টাঙ্গাইলের কাতুলীতে বিএনপির ইফতার মাহফিল

টাঙ্গাইলে সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের তিনটি মামলায় ১৫ দিনের রিমান্ড

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের দুটি হত্যা ও একটি ভাঙচুর মামলায় ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আজ সোমবার (১১ নভেম্বর) টাঙ্গাইল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তিনজন বিচারক পৃথক ভাবে এ রায় দেন। টাঙ্গাইল অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পিপি শফিকুল ইসলাম রিপন বলেন,  তিনটি মামলায় তাকে ১৫ দিনের রিমান্ড দোওয়া হয়েছে। তার মধ্যে মধুপুর উপজেলায় গত ৪ আগষ্ট হামলার ঘটনায় একটি মামলা ও অপর দুটি হলো- মির্জাপুরে ইমন হত্যা ও টাঙ্গাইল সদরে মারুফ হত্যা মামলা।

আমরা রাষ্ট্রপক্ষ রিমান্ড শুনানীতে খুবই খুশি তবে তার উপযুক্ত শাস্তি হলেই আমরা সন্তুষ্ট হব। অপর দিকে সকাল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গনে অবস্থান নেয়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে সাবেক মন্ত্রীকে আদালতে আনা হয়।

এসময় তাকে লক্ষ করে ডিম ছুঁড়ে মারে। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ও বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান দেয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল আমিন বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা এই রাজ্জাকের উপযুক্ত বিচার চাই ও যারা এখনো বাহিরে তাদের শিগগিরই গ্রেপ্তারের দাবী জানাচ্ছি। আদালত সূত্রে জানা যায়, প্রত্যেকটি মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ৭ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারকদ্বয় ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ রায় হওয়ার পর সাবেক মন্ত্রীকে জিঞ্জাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme