টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

টাঙ্গাইলে সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম শহীদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সাবেক সচিব ও রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলম শহীদের প্রথম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে৷

এ উপলক্ষে শুক্রবার বিকেলে এনায়েতপুর কষ্টাপাড়া এলাকায় শহীদ মুক্তিযুদ্ধ যাদু ঘর প্রাঙনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

আনোয়ার উল আলম শহীদের স্ত্রী ডা. সাঈদা কে আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মুক্তিযোদ্ধা কল্যান পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, অধুনা প্রকাশের প্রকাশক সাকী আনোয়ার, বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেন, কনেল (অবস্বরপ্রাপ্ত) সরওয়ার হোসেন মোল্লা, সাবেক রাষ্ট্রদূত কামাল উদ্দিন এবং লেখক সাংবাদিক হারুন হাবীব প্রমুখ।

এসময় মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840