সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
টাঙ্গাইল ক্লাবের নির্বাচনে সাধারন সম্পাদক হলেন রোকন

টাঙ্গাইল ক্লাবের নির্বাচনে সাধারন সম্পাদক হলেন রোকন

প্রতিদিন প্রতিবেদক
টাঙ্গাইল ক্লাবের কার্যকরি পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। টাঙ্গাইল ক্লাবের ২০২১-২২ দ্বি-বার্ষিক নির্বাচনে অমল-খোকা-রোকন পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে অমল চন্দ্র বসাক, সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ খান রোকন জয় লাভ করেছেন। হামিদ স¤্রাট-হারুন পরিষদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে আব্দুল হামিদ ও সহ-সাধারণ পদে আজগর আহমেদ খান সেলিম জয় লাভ করেছেন। সহ-সভাপতি পদে অমল চন্দ্র বসাক ও জহিরুল ইসলাম খান স¤্রাট দু’জনেই ৬২ ভোট পাওয়ার কারণে লাটারীরর মাধ্যমে বিজয়ী হন অমল চন্দ্র বসাক। দ্বিতীয় সহ-সভাপতি পদে আব্দুল হামিদ ভোট পান ৭৪টি তার নিকটতম প্রতিদ্বন্দী সাদেকুল আলম খো ৪৪টি ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুর রউফ খান রোকন পান ৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী হারুন অর-রশিদ পান ৬১ ভোট। ১ ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হন আব্দুর রউফ খান রোকন। সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাড. অমিত প্রকাশ নিয়োগী কে অল্প ভোটের ব্যবধানে আজগর আহমেদ খান সেলিম তাকে পরাজিত করেন। সাহিত্য সম্পাদক পদে শামসুল হক সাম্য ৪ ভোটের ব্যবধানে খন্দকার মাসুদুর রহমান মাসুদকে পরাজিত করেন। ক্রিড়া সম্পাদক পদে বাবুল খান মোস্তাফিজুর রহমান খান মজনুকে পরাজিত করেন। কার্যকরি সদস্য পদে হামিদ স¤্রাট হারুন-সেলিম পরিষদ থেকে নির্বাচনে বিজয়ী হয়েছেন এ.এম শফিউর রহমান, অ্যাড. মনিরুজ্জামান সেলিম, মির্জা শাহাদত হোসেন, নূরুল ইসলাম বাদল, শফিকুল ইসলাম সোনা, সালামত হোসেন খান দিলু ৬৪ ভোট ও শফিকুল ইসলাম বুলবুল ৬৪ ভোট সমান ভাবে পেলে তাদের মধ্যে লটারী প্রতিযোগীতায় সালামত হোসেন খান দিলু জয় লাভ করেন। করে আর অমল-খোকা-রোকন পরিষদ থেকে কার্যকরি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে আব্দুল্লাহেল ওয়াছেক আলম, কামরুজ্জামান খান, মোস্তাকিন ভূঁইয়া সুহাস ও অধ্যাপক শফিউল আজম খান আজাদ, টাঙ্গাইল ক্লাবের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম। নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা (ঝুনুন) ও টাঙ্গাইল সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক মাহমুদ কামাল।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840