সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ

প্রতিদিন প্রতিবেদক: ‘‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ’’ একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ (২৮ এপ্রিল – ০২ মে) ২০২৪ উপলক্ষে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৮ এপ্রিল রবিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি টাঙ্গাইল শাখার সভাপতি কাজী জাকেরুল মাওলা, নাগরপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ খ. ম. রওশন হাবিব। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইলেকট্রনিক বিভাগের শিক্ষক আতোয়ার রহমান। সমাবেশে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, চাকরিজীবীসহ প্রায় ২০০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840