সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

টাঙ্গাইল বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৬২৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল বঙ্গবন্ধু কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৯ অক্টোবর) সকালে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনাল খেলায় অংশ গ্রহণ করবেন ভূয়াপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব বনাম সদরের পেস ক্রিকেট একাডেমী।

৫০ ওভারের খেলায় ভূয়াপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ৩৬ রানে জয়ী হয়ে ফাইনাল খেলার সুযোগ করে নেন।এ দলের পক্ষে সবোচ্চ ২৯ রান করেন রুবেল এবং ৪ উইকেট সংগ্রহ করেন আকাশ।

খেলায় চসের্ জিতে ভূয়াপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব ২৪ ওভার শেষে সব ক’টি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করেন।

জবাবে সদরের পেস ক্রিকেট একাডেমী ২৫ ওভার শেষে সব ক’টি উইকেট হারিয়ে ৯৩ রান সংগ্রহ করেন। এ দলের পক্ষে সবোচ্চ ১৭ রান করেন আরিফ।

এ খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন ভূয়াপুর ব্রাদার্স ইউনিয়ন ক্লাব-এর অধিনায়ক আকাশ।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ক্রিকেটার জমির উদ্দিন ও পেস ক্রিকেট একাডেমী প্রতিষ্ঠাতা ও কোচ সৈয়দ জালাল।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমীর পরিচালক ও ক্রিকেট কোচ মোঃ ইসলাম খান এবং সহকারী কোচ রিপন সরকার।

খেলা পরিচালনা করেন নির্মল ভৌমিক ও ইমতিয়াজ আহম্মেদ।

রোববার (২০ অক্টোবর) সদরের বাবলা স্পোটর্স ও সদরের আদর্শ ওয়্যারিয়রস-এর মধ্যে দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ক্রিকেট প্রতিভা অন্বেষনের খোঁজে এ টুর্নামেন্ট খেলোয়ারদের উজ্জল ভবিষ্যৎ গঠনে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে টাঙ্গাইল সদর সহ তিনটি উপজেলার মোট ছয়টি দল অংশ গ্রহণ করছে। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াদের বাচাই করা হবে।

প্রতিটি দল থেকে ছয়জন করে প্রতিভাবান খেলোয়ার বাচাই করে মোট ছত্রিশ জন খোলোয়ারকে ঢাকার ভাল মানের কোচ দ্বারা উন্নত প্রশিক্ষণ দেয়া হবে।

টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দলগুলো হলো- এ গ্রুপে ভূয়াপুর উপজেলার ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, টাঙ্গাইল সদরের আদর্শ ওয়্যারিয়রস ও গোপালপুর উপজেলার ক্রিকেট ক্লাব। বি গ্রুপের দলগুলো হলো-সদরের বাবলা স্পোটর্স, পেস ক্রিকেট একাডেমী ও বাসাইল উপজেলার বুলস।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme