সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
টাঙ্গাইল সদরের সাথে চরাঞ্চলের যোগাযোগ বন্ধ

টাঙ্গাইল সদরের সাথে চরাঞ্চলের যোগাযোগ বন্ধ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার চারাবাড়ির ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রীজের এপ্রোচ সড়কের মাটি ধ্বসে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় টাঙ্গাইল শহরের সাথে বৃহৎ চরাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

এতে চরাঞ্চলের মাহমুদ নগর, কাতুলী ও হুগড়া ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে পরেছে।

আশপাশে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করায় এ ধ্বস নেমেছে বলেও জানান স্থানীয়রা।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে সড়কের মাটি ধ্বসে বিশাল গর্তের সৃষ্টি হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর যাবৎ প্রভাবশালীরা ধলেম্বরীর নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে।

এর ফলে এ এলাকায় নদী ভাঙ্গন প্রকট আকার ধারন করেছে। এ কারনে চারাবাড়ি এলাকার এসডিএস প্রজেক্ট সংলগ্ন ব্রীজটি অনেক আগেই ঝুকিপুর্ণ হয়ে উঠেছিল।

গত রাতের বৃষ্টির কারেনে ব্রীজের এপ্রোচ সড়কেরে মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্তের সৃষ্ঠি হলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ব্রীজের উভয় পাশে আটকা পরেছে যানবাহন। এতে করে দুভোর্গে পরেছেন যাত্রীরা।

জানা যায়, টাঙ্গাইল-তোরাপগঞ্জ সড়কটি টাঙ্গাইল সদর উপজেলার পশ্চিমাঞ্চলের তিনটি ইউনিয়নের চরাঞ্চলের মানুষের যাতায়াতের প্রধান সড়ক।

প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত যানবাহন মালামাল ও যাত্রী নিয়ে যাতায়াত করে। সড়কের চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের আশপাশে বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অনেক আগেই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করেছে।

বৃহস্পতিবার ভোরে বৃষ্টির কারণে ব্রিজটির পূর্ব পাশের অ্যাপোচে ধস নেমে মাটি সরে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

কাতুলী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মিয়া জানান, স্থানীয় প্রভাবশালীরা বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে যানবাহন চলাচল করেছে।

বৃষ্টিতে অ্যাপ্রোচের মাটি ধসে যাওয়ায় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ফলে টাঙ্গাইল জেলা সদরের সাথে কয়েক লাখ মানুষের সরাসরি যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মাটি ভরাট করে অস্থায়ীভাবে যোগাযোগ পুনস্থাপনের চেষ্টা করবেন বলে জানান তিনি।

টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফারুক হোসেন জানান, বৃষ্টি কমলে অস্থায়ী ভিত্তিতে চলাচলের ব্যবস্থা করা হবে। স্থায়ী অ্যপ্রোচের জন্য বাজেট বরাদ্দ করা আছে, নদীর পানি কমলে স্থায়ীভাবে অ্যাপ্রোচ নির্মাণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840