প্রতিদিন প্রতিবেদক: তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্টপোষকতা নিয়ন্ত্রণ বিধান বাস্তবায়ন ও তামাক কোম্পানীর আগ্রাসন নিয়ন্ত্রণে
টাঙ্গাইলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে টাঙ্গাইল ল কলেজে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
নাটাব টাঙ্গাইল জেলা শাখার সভাপতি খান মোহাম্মদ খালেদের সভাপতিত্বে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহকারী পরিচালক ডা. শম্ভুনাথ চক্রবর্তী, নাটাবের টোবাকো কন্টোল প্রজেক্টের প্রজেষ্ট ম্যানেজার ফিরোজ আহমেদ প্রমুখ।
এসময় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক এবং নাটাবের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক নিয়ন্ত্রণে আমরা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। তবুও অনেকেই কৌশলে তামাকের বিজ্ঞাপন চালিয়ে যাওয়া হচ্ছে। এসবের ব্যাপারে সকলের কঠোর ভূমিকা পালন করতে হবে।