সংবাদ শিরোনাম:

দেলদুয়ারে পিকআপ ভ্যান খাদে পড়ে ছয় গরুর মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৬৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার : দেলদুয়ারে গরু বোঝাই পিকআপ ভ্যান খাদে পড়ে পানিতে ডুবে ছয়টি গরুর মৃত্যু হয়েছে। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে দেলদুয়ার-পাকুল্লা সড়কের সুবর্ণতলী নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফাজিলহাটি ইউনিয়নের দেলুয়াকান্দি গ্রামের আব্দুর রউফ ও তার ৫ সহযোগীসহ পিকআপ ভ্যানে ৬ টি গরু নিয়ে মির্জাপুরের দেওহাটা হাটের উদ্দেশ্যে যাচ্ছিল।

সুবর্ণতলী গ্রামের ওই স্থানে এসে সড়কের উত্তর পাশের খাদে পড়ে গভীর পানিতে তলিয়ে যায়। এতে ড্রাইভারসহ বেপারী ৬ জন রক্ষা পেলেও মারা যায় ৬ টি গরু।

পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মৃত অবস্থায় গরু উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme