প্রায় একযুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলন

প্রায় একযুগ পর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলন

প্রতিদিন প্রতিবেদক : প্রায় একযুগ পর আগামী ২০ নভেম্বর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সম্মেলন নির্ধারন করা হয়েছে।

সর্বশেষ ২০১০ সালের ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সম্মেলনে নাজমুল হুদা নবীনকে সভাপতি ও ইশতিয়াক আহমেদ রাজীবকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

এরপর ২০১৫ সালের ২৪ জুন কেন্দ্রীয় ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইশতিয়াক আহমেদ রাজীবকে সভাপতি ও শামীম আল মামুনকে সাধারন সম্পাদক করে কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি জেলা ছাত্রলীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ প্রত্যাখ্যান করে।

পরবর্তীতে ২০১৭ সালের ১৯ মে মোস্তাফিজুর রহমান সোহেলকে ‘আহবায়ক’ করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। যা প্রায় সাড়ে ৪ বছর যাবৎ কাজ করে আসছে।

আগামী ২০ নভেম্বরের সম্মেলন নিয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে উৎসবমূখর পরিবেশ, উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল বলেন, সম্মেলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক ও যোগ্য নেতৃত্ব তুলে আনা হবে। আমরা সম্মেলনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছি।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840