সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
বাসাইল পৌরসভা নির্বাচনে গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু নির্বাচিত

বাসাইল পৌরসভা নির্বাচনে গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু নির্বাচিত

বিশেষ প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের মনোনীত গামছা প্রতীকের প্রার্থী রাহাত হাসান টিপু ৪ হাজার ৭শ’ ৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুর রহিম আহমেদ পেয়েছেন ৪ হাজার ৬শ’ ২১ ভোট। স্বতন্ত্র প্রার্থী এনামুল করিম অটল নারিকেল গাছ প্রতীক নিয়ে ৪ হাজার ৩শ’ ৫৪ ভোট পেয়েছেন।

জানা যায়, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপুর্ন পরিবেশে টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে ইভিএমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।

বুধবার সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান বাসাইল উপজেলা হলরুম থেকে বেসরকারিভাবে পৌরসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি ভোট কেন্দ্রে ৫৩টি ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮ হাজার ৪৩৭জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ২৭জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840