সংবাদ শিরোনাম:
সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার

বাসাইল বিলপাড়া ঝিনাই নদীতে মাটি কাটার মহোৎসব

  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩৯৪ বার দেখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের বিলপাড়ার বাজারের পাশ দিয়ে প্রবাহিত ঝিনাই নদীর এক পাড়ের মাটি অবৈধভাবে উত্তোলন ও বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শত শত ট্রলি ট্রাক ভরে নদীর তীরের এই বালু মাটি কেটে বিক্রি করছে তারা। আরে এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন বা এলাকার কাউকে কেকাান তোয়াাক্কা করছেনা বালু খেকোরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একাধিক ভেকু মেশিন দিয়ে একের পর একের ট্রলি আর ট্রাকে মাটি ভরে তা পাঠানো হচ্ছে বাসাইল উপজেলার বিভিন্ন স্থানে। এছাড়াও এসব মাটি তারা বিক্রি করছে আশপাশের ইট ভাটাগুলোতে।

নাম প্রকাশ না স্থানীয় লোকজন জানায়, হাবিবুর রহমান হবির নেতৃত্বে দীঘদিন ধরে চলে আসছে রমরমা এই বালুর ব্যবসা। হাবিবুর রহমান হবির সহযোগীরা হচেচ্ছন স্থানীয় আবুল হোসেন, করীম মেম্বার, বিশু, হাবিবুর রহমানের ছেলে জাহিদ, অহিদুল ইসলাম। এলাকার লোকজন বাঁধা দিলে বালু ব্যবসায়ীরা বলে তারা স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই নদী থেকে বালু উত্তোলন করে বিক্রি করছে। বালু বিক্রির টাকা যাচ্ছে সরকারদলীয় স্থানীয় প্রভাবশালী নেতাদের পকেটেও।

এভাবে প্রতিদিন মাটি কেটে বিক্রির কারনে একদিকে নদীর ফসলী জমি ন্ষ্ট হচ্ছে। অপরদিকে স্থানীয় সড়ক ও রাস্তাঘাট ধ্বংস করা হচ্ছে। আবার ধুলাবালিতে সাধারন মানুষের সমস্যার সৃষ্টি হচ্ছে। বায়ু দূষণের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। দিনে দুপুরে প্রকাশের অবৈধভাবে বালু বিক্রি করা হলেও ভয়ে তাদের বিরুদ্ধে কথা কথা বলা বা প্রতিবাদ করতে পারছেনা কেউ। নদী ভাঙ্গনের হাত থেকে ঘরবাড়ি রক্ষা, স্থানীয় রাস্তাঘাট রক্ষা ও পরিবেশের ভারসাম্য রক্ষা করতে অবৈধভাবে নদী থেকে এভাবে বালু মাটি বিক্রি বন্ধ করেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme