প্রতিদিন প্রতিবেদক : পল্লী বিদ্যুতের ৮৭ হাজার ৯৮৯ টাকা বিল বকেয়া থাকায় টাঙ্গাইল সদরের ঘারিন্দা ইউনিয়ন পরিষদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কর্তৃপক্ষ। চার দিন বিদ্যুৎবিহীন থাকার পর ইউনিয়ন সচিব নাজমুল হাসানের মুচলেকায় আবারও সংযোগ দেয়া হয়।
বুধবার (৭ জুলাই) দুপুরে এর সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম (অর্থ রাজস্ব) মো. আসাদুজ্জামান অনুজ।
তিনি বলেন, ‘২০১৯ সালের মে মাস থেকে ঘারিন্দা ইউনিয়ন পরিষদ কোনো বিল পরিশোধ করেনি। বিল বকেয়া থাকার কারণে কয়েকবার ইউনিয়ন চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানো হয়। এমনকি অফিস থেকে লোক পাঠিয়েও বর্তমান চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদের কাছে বিষয়টি জানানো হয়। এরপরও বিল পরিশোধ করেনি।’ আসাদুজ্জামান অনুজ অরও বলেন,
‘প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পর চলতি বছরের ২৭ জুন বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। ৩০ জুন মুছলেকা দিয়ে ৫০ হাজার টাকার বিল পরিশোধ করে এবং ২৯ জুলাই এর মধ্যে বাকি টাকা পরিশোধ করবে বলে আবেদন দেয়। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ১ জুলাই সংযোগ দেয়া হয়।’
তবে বিষয়টি অস্বীকার করেছেন ঘারিন্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তোফায়েল আহম্মেদ। তিনি বলেন, ‘আমাদের ইউনিয়নের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়নি। আপনারা ভুল শুনেছেন। আপনারা চেক করে দেখুন বিদ্যুৎ লাইন ঠিকই আছে।’