প্রতিদিন প্রতিবেদক : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম কোষাধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেছেন।
আজ ২ আগস্ট সোমবার তিনি দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ও মাওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি বুদ্ধিজীবী সৌধ, শহীদ মিনার ও প্রত্যয়-৭১ এ পুস্পস্তবক অর্পণ করেন।
এসময় প্রফেসর ড. এ এস এম সাইফুল্লাহ, প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, প্রফেসর ড. এ কে ওবায়দুল হক, প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, প্রফেসর ড. এ. কে. এম. মহিউদ্দিনসহ অন্যান্য শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে তিনি সকলের সাথে মতবিনিময় করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সমুন্নত রেখে কিভাবে বিশ্ববিদ্যালয়কে তার মূল লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এজন্য সকলের সহযোগিতা কামনা করেন।