সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা

ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইল জেলার পাঁচ লাখ ২৬ হাজার ৫৯৬ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা স্বাস্থ্য বিভাগ।

বুধবার সকালে সংবাদিকদের অবহিতকরণে এ তথ্য জানান টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো: মিনহাজ উদ্দিন।

তিনি জানান, আগামী (১৮ জুন) থেকে ৬ থেকে ১১ মাস বয়সি ৬০ হাজার ১৫৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি চার লাখ ৬৬ হাজার ৪৩৭ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। পরিচালিত কার্যক্রমে প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে ও জেলায় মোট তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত থাকবেন। প্রত্যেকটি কেন্দ্রে সহজে চেনার জন্য পুষ্টি পতাকা টাঙানো থাকবে।

তিনি আরও জানান, দুদিন ব্যতীত চার দিন নির্ধারিত ইপিআই কেন্দ্রে পর্যায়ক্রমে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ করা হয়েছে। আগামী আগামী ১৮ জুন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা পর্যায়ে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে।

জেলা সিভিল সার্জনের সভাকক্ষে আয়োজিত ওরিয়েন্টেশনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন অফিসের জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট আব্দুল হামিদ মিয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শিমু সাহা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, সিভিল সার্জন অফিসের সুপারিনটেনডেন্ট সোলায়মান হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840