সংবাদ শিরোনাম:
মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
ভূঞাপুরে জমি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

ভূঞাপুরে জমি দখলকারীর বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে পৈতিক সম্পত্তির ভিটাবাড়ি অবৈধভাবে জোরর্প্বূক দখলের অভিযোগ উঠেছে।

ভূঞাপুর পৌরসভার বীরহাটি এলাকার রিপন তরফদারের পৈত্রিক জমি জোরপূর্বক দখলসহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির করছেন একই গ্রামের আলতাফ হোসেন তরফদার।

এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় বীরহাটি গ্রামের লোকজন ইবরাহীম খাঁ সরকারি কলেজের সামনে প্রতিবাদস ভার আয়োজন করে। সভায় আলতাফের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও রিপনের জমি দখলমুক্ত করার আহবান জানানো হয়।

সভায় স্থানীয়রা জানান, আলতাফ হোসেন জোরপূর্বক রিপনের জায়গা বেদখল করে রেখেছে। জায়গা ছেড়ে দিতে বারবার বলার পরও জোরপূর্বক দখল করেছে। শুধু তাই নয় এলাকাবাসী অবৈধভাবে দখলের প্রতিবাদ করলে এতে ক্ষিপ্ত হয়ে আলতাফ হোসেন এলাকাবাসীর বিরুদ্ধে কোর্টে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে।

বীরহাটি গ্রামের রিপন তরফদার জানান, প্রতিবেশী আলতাফ হোসেন তরফতার আমার পৈত্রিক বাড়ির ভিটা ১৮ শতাংশ জমি অবৈধভাবে বেদখল করার চেষ্টা করছে।

বিভিন্ন সময়ে বাড়িঘরে ভাঙচুর ও পরিবারের ওপর হামলা চালিয়েছে। বিষয়টি উপজেলা পরিষদে ও এলাকার গন্যমান্যব্যক্তিদের অবহিত করলে আলতাফ ক্ষিপ্ত হয়ে আমাকে খুন ও সন্তানদের গুম করে ফেলারও হুমকি দিয়ে আসছে।

লিখিত অভিযোগে জানা গেছে, ভূঞাপুর পৌরসভার বীরহাটি মোজায় ১৫৯ খতিয়ানের ৩৬৪ দাগের ১৮ শতাংশ জমিতে রিপনের পৈত্রিক বাড়ি। এই ১৮ শতাংশের একাংশের জমি অবৈধভাবে জবরদখল করে একই গ্রামের আলতাফ হোসেন ও তার সহযোগিরা।

জমি দখলের পর টিনের বাউন্ডারী দিয়ে উল্টো রিপন ও এক মুক্তিযোদ্ধাসহ স্থানীয় কয়েকজনের নামে কোর্টে মিথ্যা মামলা দায়ের করা হয়।

এরআগে পৈত্রিক ভিটা বাড়ি দখলের বিষয়টি উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবুকে অবগত করলে জবরদখলকারী আরও ক্ষিপ্ত হয়ে রিপনকে খুন ও গুম করার হুমকি দেয় দখলকারীরা।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840