সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা ছাত্রের

  • আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ৩৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুরঃ (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাড়কের পিকআপের ভ্যানের ধাক্কায় প্রাণ গেল মো. আসাদ নামের এক মাদরাসা ছাত্রের। নিহত আসাদ ভূঞাপুর উপজেলার আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদরাসার ছাত্র এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ার্সি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। জাহাঙ্গীর হোসেন ভূঞাপুরে দীর্ঘ পনেরো বছর যাবৎ হোটেল ব্যবসা করে পৌরশহরের ফসলান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছে। তার দুই মেয়ে ও এক ছেলে।

বুধবার (০৯ আগস্ট) দুপুরে ভূঞাপুর-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কের কালিহাতী উপজেলার পালিমা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

জাহাঙ্গীরের বন্ধু ওয়াহেদুজ্জামান পলাশ স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহতের ফুফু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। জাঙ্গাঙ্গীর তার ছোট মেয়ে ও ছেলে আসাদকে সঙ্গে নিয়ে সিএনজি যোগে টাঙ্গাইল হাসপাতালে যাওয়ার পথে পালিমা নামক স্থানে পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে তারা সিএনজি থেকে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আসাদকে মৃত ঘোষণা করে। তার বড় বোন আকসা গুরুতর আহত হয়ে ঐ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে এবং তিনি এলেঙ্গা লুৎফর রহমান মতিন মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। এছাড়া বাবা জাহাঙ্গীর হোসেন সুস্থ্য রয়েছেন। আসাদের মরদেহ মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme