সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

প্রতিদিন প্রতিবেদক, ভূঞাপুর: গণতন্ত্রের চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রত্যয়ে টাঙ্গাইলের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ ভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন নির্বাচনী কেন্দ্র ছেঁয়ে যায় ব্যানার, পোস্টার ও ফেস্টুনে। এদিকে লাইনে দাঁড়িয়ে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এছাড়াও প্রার্থীদের মা-বাবা ভোটারদের কাছে ভোট চাইতেও দেখা যায়।

বৃহস্পতিবার ২ জুন সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার ছিলেন ৫ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল মাওয়া মাহি, প্রিজাইডিং অফিসার ছিলেন ২জন, পোলিং অফিসার ৪জন। ৭টি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী ভোটযুদ্ধে প্রতিযোগিতা করেন। পদ সমুহ পুস্তক শিখন সামগ্রী, স্বাস্থ্য, ক্রীড়া ও সাংস্কৃতিক, পানি সম্পদ, বৃক্ষরোপণ বাগান তৈরি, অভ্যর্থনা ও আপ্যায়ন এবং সর্বোচ্চ ভোট প্রাপ্ত প্রার্থী মনিটরিংয়ের দায়িত্ব পালন করবেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, পঞ্চম শ্রেণির হামিদুল কবির (আল হাদী),নুসরাত জাহান ঐশি, আরিফা তাহমিদ, মো. আব্দুল্লাহ আল মাহমুদ হৃদয়,চতুর্থ শ্রেণির নুসরাত জাহান নুন,নীরব শিকদার, জোনায়েত হোসেন, ইফতি হাসান ইচ্ছে, তৃতীয় শ্রেণির ওয়ানিয়া বিনতে হাসান, নীরব,নাসমান সাইফি মুগ্ধ, সামিহা ইসলাম ও হুমায়রা করিব।

নির্বাচনে তৃতীয় শ্রেণিতে ৫ জন, চতুর্থ শ্রেণিতে ৪ জন ও পঞ্চম শ্রেণিতে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মমতাজ খানম জানান, গণতন্ত্রের চর্চা ও যোগ্য নেতৃত্ব তৈরির প্রত্যয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪১২ জন ভোটারের মধ্যে ২৯৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840