সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মধুপুরে অটোরিক্সা ছিনতাইকালে গণপিটুনিতে নিহত এক

  • আপডেট : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০
  • ৫৪৫ বার দেখা হয়েছে।
tangail-pratidin

হাফিজুর রহমান মধুপুর: মধুপুর উপজেলার দক্ষিণ দিগরবাইদ এলাকায় ব্যাটারিচালিত অটোরিক্সা ছিনতাইকালে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক ছিনতাইকারীকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যজন পুলিশ হেফাজতে।

সোমবার (২৩ মার্চ) রাত আটটা সময় এঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম জানা যায়নি। তবে তার বাড়ি গোপালপুর উপজেলায় ও শাহীন নাম বলে স্থানীয়রা জানিয়েছেন। আশংকাজনক অবস্থায় মমেক হাসপাতালে পাঠানো ছিনতাইকারী আব্দুল করিম ঘাটাইলের সন্ধানপুর গ্রামের সমেশ আলীর ছেলে।

পুলিশ হেফাজতে থাকা বাবলু মধুপুরের দিগরবাইদ এলাকার বাসিন্দা। ছিনতাইকারীদের হাতে আহত অটোরিকশাচালক ঘাটাইলের পাকুটিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আল আমিনকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আল আমিন জানান, রাত সাতটার সময় নতুন আত্মীয় বাড়ী বেড়াতে যাবে বলে পাকুটিয়া বাজার থেকে ওই তিনজন তার অটোরিকশা ভাড়া করেন। মধুপুরের দিগরবাইদ দক্ষিণপাড়া ব্রীজ পাড়ে নিয়ে আসার পর চালককে গাড়ি থেকে পিটিয়ে নামিয়ে দেন।

এ সময় তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসতে থাকে। এলাকাবাসী তেড়ে আসছে দেখে ওই তিনজন পালানোর চেষ্টা করেন। বোরো ক্ষেত ভেঙে দৌড়ে পালাতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে তারা।

এতে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। বাকী একজনের অবস্থা গুরুতর ও আরেকজনকে বেঁধে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহসহ বাকী দু’জনকে উদ্ধার করে। আব্দুল করিমকে ১০০ শয্যার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষূ অবস্থায় মমেক হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন।

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জোবাইদুল ইসলাম জানান, এ মুহূর্তে ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা তদন্ত করছেন। সব তথ্য সংগ্রহ প্রাথমিক তদন্তের পর হতাহতদের পরিচয়সহ মূল ঘটনা জানা যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme