মধুপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মধুপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২১ এবং সিপিপি’র ৫০ বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে মধুপুর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্দোগে জনসাধারণকে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন মহড়া প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ভাইসচেয়ারম্যান শরিফ আহমেদ নাছির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ ,উপজেলা কৃষিকর্মকর্তা নূরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদত হোসেন,মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম প্রমুখ।

মধুপুর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের চৌকস দল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশিদ, ভূমিকম্প, অগ্নিকান্ড সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কী ভাবে মোকাবেলা করা যায় সে বিষয়ে বিভিন্ন মহড়া প্রদর্শন করেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840