মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’র মাঝে শিক্ষা বৃত্তি ও সাইকেল বিতরণ

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী গারো সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

প্রধান মন্ত্রী কার্যালয় হতে সমতল এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ১ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে মধুপুর উপজেলা পরিষদ হলরুমে এ শিক্ষা বৃত্তি ও বাই-সাইকেল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল করিম, মধুপুর থানা ওসি তারিক কামাল ও ট্রাইবাল ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি উইলিয়াম দাজেল প্রমুখ।

অনুষ্ঠানে প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩১২ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ২৫ জনকে সাইকেল প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840