মধুপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

মধুপুরে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর : “সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বুধবার (৬ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে দুপুরে মধুপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও গোলাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান বাবলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, ইউপি চেয়ারম্যান আহাম্মদ আলী প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সচিবগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840