মধুপুরে তথ্য মেলার উদ্বোধন

মধুপুরে তথ্য মেলার উদ্বোধন

প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে ‘তথ্যই শক্তি, জানবো জানাবো-দুর্নীতি রুখবো’ স্লোগানে টাঙ্গাইলের মধুপুরে দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৯ ডিসেম্বর বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে দিনব্যাপী এ মেলার উদ্বোধন হয়। মধুপুর উপজেলা প্রশাসন ও টিআইবি’র সচেতন নাগরিক কমিটি- সনাক’র যৌথ আয়োজনে এ তথ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. জাকির হোসেন, মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরিফ আহমেদ নাসির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক জিহাদী, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যামিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চন্নু, টিআইবির সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহান উল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও ছাত্রছাত্রীরা। মেলায় সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের মোট ২৪ টি স্টল অংশ গ্রহন করে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840