সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

মহিলার পেটের ভেতরে গজ রেখে সেলাইয়ের ঘটনায় তদন্ত রিপোর্টের পর ব্যবস্থা

  • আপডেট : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ১১০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পেটের ভেতরে গজ রেখে যে সেলাই করা হয়েছে সে বিষয়ে তদন্তের রিপোর্টের আলোকে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। অতিতে স্বাস্থ্যখাতে যতনৈরাজ্য ছিলো এখন আর সেটা নাই। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, যত অনিয়ম দুর্নীতির আছে স্বাস্থ্যখাত থেকে সেগুলো মুক্ত করতে হবে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইলে নির্মানাধীন শেখ হাসিনা মেডিকেল কলেজের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাস আবিস্কার হলেও আমাদের দেশে এখনও এই ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়নি। নতুন এই ভাইরাসের ব্যাপারে স্বাস্থ্যবিভাগ সতর্ক রয়েছে। বিদেশ থেকে কেউ দেশে আসলেই তাকে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার ব্যাবস্থা করা হচ্ছে।

স্বাস্থ্য বিভাগের সচিব আব্দুল মান্নান বলেছেন, এপর্যন্ত ৪৫লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। ভ্যাকসিনের কারনে কেউ মারা যায়নি। যে কয়জন মারা গেছেন তারা বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন সেই কারনেই মারা গিয়েছে। ভ্যাকসিন কার্যক্রম খুবই সফলতার সাথে যাচ্ছে।দেশে তিন কোটি ভ্যাকসিন শেষ হবার পর আরো তিন কোটি ভ্যাকসিন আনা হচ্ছে এবং কেভিক্স থেকে আরা ৪ কোটি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে। বর্তমানে যে গতিতে ভ্যাকসিন কার্যক্রম চলছে বাকী দিনগুলো এই ধারাবাহিকতা অব্যাহত রাখা হবে। এবং এই কার্যক্রম শেষ পর্যন্ত ধরে রাখতে পারলে সারা দুনিয়ায় একটি নজির হবে । ইতিমধ্যেই সারা বিশ্বে বাংলাদেশ সুনাম অর্জন করেছে।

এসময় টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন,টাঙ্গাইল-৪ আসনের সাংসদ হাসান ইমাম খান সোহেল হাজারী, সাস্থ্য বিভাগের ডিজি খন্ধকার সাদেকুর রহমান,টাঙ্গাইল জেলা প্রশাসক ড.আতাউল গনি,টাঙ্গাইল মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. নুরুল আমিনসহ মেডিকেল কলেজের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে অপারেশনের সময় এক মহিলার পেটের ভেতরে গজ রেখে সেলাইয়ের ঘটনায় হাসপাতালের ডিডি খন্দকার সাদেকুর রহমান একটি চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হচ্ছেন সার্জারী বিভাগীয় প্রধান এজিএম মোস্তফা, ডাক্তার রেহানা পারভীন, প্রফেসর ডাক্তার হাবিবুল্লাহ ও ডাক্তার শফিকুল ইসলাম সজীব। এই কমিটিকে আগামী ৭দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme