প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন পঙ্গু অসহায় মোগর আলীর চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হংকং আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ লিটন।
ইতিমধ্যে দরিদ্র মোগর আলী আর্থিক অনটনের কারণে একটি পা কেটে ফেলা হয়েছে।
শুক্রবার আবুল কালাম আজাদ লিটনের পক্ষে চিকিৎসার ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন তার পিতা বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ ছাদু। তিনি কুমুদিনী হাসপাতালে গিয়ে মোগর আলীর হাতে সহায়তার টাকা তুলে দেন।
আবুল কালাম আজাদ লিটন দীর্ঘদিন ধরে চীনের প্রাদেশিক শহর হংকং এ বসবাস করে ব্যবসা করছেন। প্রবাসী এই ব্যবসায়ী তার ব্যাক্তিগত উপার্জন থেকে নিয়মিত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের অসহায় ও দরিদ্র মানুষকে সহায়তা দিয়ে থাকেন।
জানা গেছে, তিন মাস আগে বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের দরিদ্র মোগর আলী (৬০) জমিতে কাজ করতে গেলে শামুকে তার ডান পা সামান্য কেটে যায়।
প্রথমে বাড়িতে চিকিৎসা দেয়া হলেও ডায়বেটিস থাকায় পায়ে পচন ধরে ঘায়ের সৃষ্টি হয়। পরে হাসপাতালে ভর্তি হলেও পায়ে গ্যাংরিন দেখা দেয়ায় দিলে গত শুক্রবার অপারেশন করে চিকিৎসক তার ডা পা কেটে ফেলেন।
এদিকে গত তিন মাস ধরে চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মোগর আলী পরিবার আরও নিঃস্ব হয়ে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে জানতে পেরে শুক্রবার মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও হংকং শাখার সভাপতি আবুল কালাম আজাদ লিটন তার ১০ হাজার টাকা অনুদান দেন।
অসুস্থ্ মোগর আলীর বড় ভাই আব্দুল লতিফ আর্থিক সহায়তা পাওয়ার কথা জানিয়ে জানান, আবুল কালাম আজাদ লিটন সব সময় গরীব অসহায় মানুষকে আর্থিক সহায়তা দিয়ে থাকেন।
দোয়া করি আল্লাহ যেন তার ব্যবসা বাণিজ্যে উন্নতি দেন এবং ভবিষ্যতেও মানুষকে আরও বেশি সহায়তার করতে পারেন।
আবুল কালাম আজাদ লিটন জানান, কোন রাজনৈতিক উচ্চ বিলাশ থেকে নয় প্রত্যেকের উচিত আমাদের উপার্জনের একটি অংশ দিয়ে গরীব অসহায়ত মানুষকে সহায়তা করা। আমি তাই করে থাকি।