সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

মির্জাপুরে চাঁদাবাজী মামলায় গ্রেফতার দুই

  • আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৫৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর : মির্জাপুরে চাঁদাবাজীর মামলায় দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের খান গার্মেন্টেসের সামনে অভিযান চালানো হয়।

গ্রেফতার কৃতরা হলো গোড়াই রনারচালা গ্রামের মোকছেদ ভুঁইয়ার ছেলে করিব ভুঁইয়া (৩৫) ও গোড়াই দক্ষিন নাজিরপাড়া গ্রামের বাবর আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৫)।

গোড়াই হলিদ্রচালা গ্রামের সবুজ হায়দারের দায়ের করা একটি চাঁদাবাজির মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ২৩ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে গোড়াই শিল্পাঞ্চলের ক্যাডেট কলেজ সংলগ্ন খন্দকার মটরসে গ্রেপ্তারকৃত ওই দুইজনসহ গোড়াই রনার চালা গ্রামের সালাউদ্দিন ভুঁইয়া (৪৫), বিল্লাল ভূইয়া (৪২)সহ আরও ৫/৭ লোহার রড়, কাঠের রোলসহ দেশীয় অস্ত্রসহ অবৈধভাবে প্রবেশ করে ৫লক্ষ টাকা চাঁদা দাবি করে।

এ সময় খন্দকার মটরসের ম্যানেজার মো. সবুজ হায়দার চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা দোকান মালিকসহ ম্যানেজারকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

এক পর্যায়ে তারা তাদের হাতে থাকা লোহার রড়, কাঠের রোল দিয়ে ম্যানেজর সবুজ হায়দারকে মারপিট করে আহত করে। এ সময় অফিসের ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০ হাজার টাকা সন্ত্রাসীরা ছিনিয়ে নেয়।

পরে ম্যানেজারের আর্তচিৎকারে আসপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পালিয়ে যায়।

এ ঘটনায় খন্দকার মটরসের ম্যানেরজার সবুজ হায়দার বাদী হয়ে ৪ নভেম্বর গ্রেপ্তারকৃত দুইজনসহ চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৭জনকে আসামী করে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৪২/৪৪৮/৩২৩/৩০৭/৩৮৫/৫০৬ ও ১০৯ ধারায় একটি মামলা দায়ের করে।

আদালত মামলাটি মির্জাপুর থানার অফিসার ইনজার্চকে এফআইআর নেয়ার নির্দেশ দিলে পুলিশ ওই দুইজনকে গ্রেপ্তার করে।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রুবেল ঘটনার সত্যতার স্বীকার করে জানান, অন্য আসামীদের ধরতে অভিযান অব্যহত রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme