সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মির্জাপুরে নিখোঁজের ৫ মাস পর যুবকের কঙ্কাল উদ্ধার, আটক ২

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজের ৫ মাস ১৭ দিন পর শফিকুল নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার উয়ার্শী ইউনিয়নের নওগা গ্রামের লেবু বাগান থেকে লাশের কঙ্কাল উদ্ধার করা হয়। নিহত উপজেলার উয়ার্শী ইউনিয়নের কহেলা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৪)।

এগটনায় ২জনকে আটক করা হয়েছে।

পরিবার ও পুলিশ জানায়, গত (২৫ নভেম্বর’২০) সকালে ভ্যান নিয়ে কাজের উদ্দেশ্যে বের হয় শফিকুল। দিন শেষে সন্ধ্যায় বেশ কয়েকজন যাত্রী নিয়ে নতুন কহেলা কলেজের সামনের রাস্তা দিয়ে ধামরাইয়ের আতুল্যা বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু রাতে আর সে বাড়ি ফিরেনি। পরে অনেক খোঁজাখোজির পর না পেয়ে ৫ দিন পর শফিকুলের চাচা সিপন মিয়া মির্জাপুর থানায় (ডায়েরী) দায়ের করেন এবং ঘটনার দীর্ঘ ৫ মাস ১১ দিন পর গত ৫ মার্চ তারিখে নিহত শফিকুলের মা বাদী হয়ে মির্জাপুর থানায় একটি অপহরণ মামলা করেন। মামলার সুত্র ধরে বৃহস্পতিবার নওগা এলাকার লেবু বাগানের নিচ থেকে শফিকুলের কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

নিহত শফিকুলের চাচা সিপন মিয়ার সাথে কথা হলে জানান, এলাকায় প্রতিনিয়তই কিছু নেশাখোর বখাটে ছেলেরা এসে বিভিন্ন স্থানে নেশা করতো। ঘটনার দিন সন্ধ্যায় কিছু নেশাখোর শফিকুলের ভ্যানে চরে। ধারণা করে বলেন, ভ্যানের ব্যাটারি বিক্রি করার জন্য শফিকুলকে ওই অজ্ঞাত বখাটে নেশাখোররা মেরে ফেলতে পারে।

উল্লেখ করেন, ঘটনার ১৬ দিন পর মস্তনাপুর নদীর খেয়াঘাটে ডুবন্তবস্থায় শফিকুলের ভ্যানটি পাওয়া গেলেও ভ্যানের ব্যাটারি পাওয়া যায়নি।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রেজাউল হক বলেন, ৫ মাস ধরে নিখোঁজ হওয়া ব্যক্তির কঙ্কাল উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme