সংবাদ শিরোনাম:

মির্জাপুরে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুর থেকে ৬ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ সোমবার সকালে টাঙ্গাইল র‌্যাব ১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল মির্জাপুর উপজেলার গোড়াই মঈননগর এলাকায় অভিযান পরিচালনা করে ওই এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে সুজন মাহমুদ ওরফে সেজু (৩০) ও গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চাপাই এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে থেকে ৬ গ্রাম হেরোইন (যার মূল্য আনুমানিক ৬০,০০০ টাকা) ও নগদ ৫ হাজার ৬০০শত টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।
পরে তাদের বিরুদ্ধে মির্জাপুর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme