সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল’র স্মরণে টাঙ্গাইলে দোয়া মাহফিল

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল’র স্মরণে টাঙ্গাইলে দোয়া মাহফিল

প্রতিদিন প্রতিবেদক : দেশের বিশিষ্ট ব্যবসায়ী, দেশের স্বনামধন্য বেসরকারী টেলিভিশন ‘যমুনা টিভি’ ও ‘দৈনিক যুগান্তর’র মালিক, যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল হয়েছে টাঙ্গাইলে।

আজ রোববার ১১ জুলাই সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে এই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর’র জেলা প্রতিনিধি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ।

আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর ৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম আল মামুন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশননের মামুনুর রহমান মিয়া, কালের কন্ঠের জেলা প্রতিনিধি অরণ্য ইমতিয়াজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াকর্মীরা।

স্মরণ সভায় যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর ১৯৪৬ থেকে ২০২০ দীর্ঘ সময়ের তাঁর নিজ হতে গড়া বাংলাদেশে ৪১টি বিভিন্ন প্রতিষ্ঠান এবং এসব প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অন্যায়ের সাথে আপোষ না করা, দেশের অর্থ দিয়ে দেশেই শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং এই সফল ব্যক্তির জীবনের আদর্শ অনুসরণ করার আহবান জানান বক্তারা।

পরে যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল এর রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840