সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

সখিপুরে নো মাস্ক নো সার্ভিস ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ): টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে আজ সকাল ১১টায় সখীপুর উপজেলা পরিষদ চত্বর ও মুক্তার ফোয়ারা চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা, সখীপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউল ইসলাম (কাজী বাদল) মহিলা ভাইসচেয়ারম্যান জাহানারা (লুৎফা আনোয়ার) উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজরুল ইসলাম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এরশাদুল আলম, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান কে বি এম রুহুল আমীন সহ উপজেলা প্রশাসন ও স্থানীয় আরো অনেক নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা এ সময় করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারের কার্যকারিতা, নিরাপদ দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্য সচেতনতার নানাদিক তুলে ধরে  বক্তব্য উপস্থাপন করেন। যাতে জনসাধারণ করোনা ভাইরাস সম্পর্কে সচেতন থাকে এবং সুস্থ ও নিরাপদ থাকতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা বলেন, আজ থেকে উপজেলায় সরকারি,বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্বশাসিত সকল প্রতিষ্ঠানের সেবা গ্রহীতাদের অবশ্যই মাস্ক পড়ে আসতে হবে, মাস্ক ব্যবহার না করলে কোনো গ্রহীতাকে সেবা দেওয়া হবেনা, কোনো সেবা গ্রহীতা যদি গরিব ও অসহায় হয় তাঁকে স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে মাস্ক কিনে দিতে হবে বলেও উল্লেখ করেন।

এছাড়া মাস্কবিহীন কোনো ব্যক্তি হাট-বাজার ও শপিংমলে প্রবেশ করলে মার্কেট মালিক সমিতি, বণিক সমিতি ও ইজারাদারদের উপর তার দায় বর্তাবে বলেও তিনি সতর্ক করে দেন এবং করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীতে সখিপুর বাসী কে নিরাপদ রাখতে তিনি সকলে আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উপস্থিত জনসাধারণের সাথে কথা বলতে গেলে এবং এ বিষয়ে জানতে চাইলে গোটাদেশের বর্তমান পরিস্থিতিতে  সর্বসাধারণের সার্বিক নিরাপত্তার স্বার্থে এমন উদ্যোগ কে সকলেই সাধুবাদ জানান।

আরও পড়ুন নাগরপুরে মাস্ক না পরায় ১৯ জনকে জরিমানা

 টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান মোবাইল কোর্ট ও মাস্ক বিতরন করা হয়েছে।

সোমবার (১৭ আগষ্ট) দুপুরে নাগরপুর সদর বাজারের বিভিন্ন দোকানসহ পথচারীদের মাঝে মোবাইল কোর্ট পরিচালনা ও মাস্ক বিতরন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম। মুখে মাস্ক না পড়া ও সামাজিক দুরত্ব না মানায় ভ্রাম্যমান আদালত দন্ডবিধি ১৮৮ ধারায় সরকারি আদেশ অমান্য করায় ১৯ জনকে ৩২০০ টাকা জরিমানা করেন।

সেই সাথে যে সকল পথচারী মাস্ক ব্যবহার করেনি তাদের মধ্যে মাস্ক বিতরন করেন।
নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, জনস্বার্থে এখন থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এছাড়াও গত রবিবার (১৬ আগষ্ট) নাগরপুরে মাস্ক না পরায় আর ও ১৩ পথচারীকে জরিমানা করা হয়েছে।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পরায় ১৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৬ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর বাজারের বটতলা, বাসট্যান্ড, রিক্সাস্ট্যান্ড, তালতলা এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগে অবহেলা জনিত কার্য সম্পাদন করায় ১৮৬০ আইনের ২৬৯ ধারায় ১৩ জন পথচারীকে ২ হাজার ৬ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর বলেন, নাগরপুরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। করোনার হাত থেকে নাগরপুরকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। তারপরও মানুষদের মাঝে কোন রকম সচেতনতা নেই। মাস্ক পরা সরকারিভাবে নির্দেশনা থাকলেও কেউই তা মানছে না। এই মহামারিতে শহর ও গ্রামের মানুষ মাস্ক ছাড়া বেখেয়ালি হয়ে ঘুরে বেড়াচ্ছে। নেই ভয় ভিতি ও স্বাস্থ্য সচেতনতা।এ জন্য আজ অভিযান চালিয়ে ১৩ পথচারীকে মাস্ক না পরার দায়ে অর্থদন্ড দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.আতাউল গণি স্যারের নির্দেশনা মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম আর আমি নাগরপুরের মানুষের কল্যাণের স্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছি। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ সময় সবাইকে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme