সংবাদ শিরোনাম:
কালিহাতীতে ইসলামী আন্দলোনের সম্মেলন অনুষ্ঠিত জমিদার ওয়াজেদ আলী খান পন্নী চাঁদ মিয়ার ৮৯তম মৃত্যুবার্ষিকী পালিত টাঙ্গাইলের হুগড়া ইউনিয়নে কাশিনগর যুব সংঘের ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মধুপুরে মাদক ও বাল্য বিবাহ বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত নাগরপুরে দাদনের টাকার অভিযোগে ইট ভাটা বন্ধ-বিপাকে মালিক মধুপুরে নিযন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে টাঙ্গাইলে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন জেলা কমিটি গঠন টাঙ্গাইলে ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থী এবং ইন্টার্ন শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন টাঙ্গাইলে লাইসেন্সবিহীন ক্লিনিকে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, থানায় মামলা

সখীপুরে ঘাসের বিষ দিয়ে ৫০ শতক জমির ইরি ধান মেরে ফেলেছে দুর্বৃত্তরা।

  • আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,সখীপুর : টাঙ্গাইলের সখীপুরের কালমেঘা মৈশাকুড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াদ আলীর ৫০ শতক জমির বোরো ধানের ফসল ঘাসের বিষ দিয়ে মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত এক সপ্তাহ আগে এমন অমানবিক এই ঘটনা ঘটে।

এ ঘটনার বিচার চেয়ে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোঃ ইয়াদ আলী বাদী হয়ে সখীপুর থানায়, উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তরে অভিযোগ দিয়েছেন। অভিযোগে ইয়াদ আলী লিখেছেন, তিনি ২৯ বছর ধরে আতিয়া কালমেঘা মৌজার দোখলা বাইদে ক্রয় সূত্রে ওই জমি ভোগ করছেন।

গত এক বছর ধরে ওই জমি নিয়ে মামলা চলছে। বিবাদীপক্ষ এক বছর আগেও ওই জমির ধান জোরপূর্বক কেটে নিয়ে গিয়েছিল। ইয়াদ আলীর ধারণা মামলার বিবাদী কালমেঘা গ্রামের মৃত জবেদ আলীর ছেলে শহীদ মিয়া, মৃত দারোগ আলীর ছেলে মফিজ মিয়া, মৃত জিলা মিয়ার ছেলে আফাজ মিয়া, মৃত সিরাজ মিয়ার স্ত্রী আছিয়া বেগম, কাসেম মিঁয়ার স্ত্রী হাসিনা বেগম মিলিতভাবে রাতের আধারে ঘাসের বিষ দিয়ে ওই জমির ফসল মেরে ফেলেছে। তিনি এর বিচার দাবি করেন।

কালমেঘা গ্রামের একাব্বর আলী জানান, আসামি পক্ষদের স্থানীয় একটি দোকান থেকে বিষ কিনে রাতের বেলায় ওই ধান ক্ষেতের দিকে যেতে দেখেছেন। একাব্বর আলী স্বচক্ষে বিষ ছিটাতে দেখেননি। এ বিষয়ে সখীপুর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর থানার এসআই সাইদুর রহমান আতিয়া কালমেঘা মৌজার দোখলা বাইদে নষ্ট হওয়া ধানক্ষেত সরেজমিন পরিদর্শন করেন।

ওই পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের জানান, শত্রুতা করে বিষ দিয়ে ধানক্ষেতের ফসল নষ্ট করেছে। এছাড়াও উপসহকারী কৃষি কর্মকর্তা ওই জমি সরজমিন পরিদর্শন করে ঘটনার সত্যতা পেয়েছেন। বিবাদী শহীদ মিয়া তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ওই জমি নিয়ে মামলা চলছে। আমরা বিষ দিয়ে ফসল নষ্ট করিনি। বাদীপক্ষ আমাদের ফাঁসাতে নিজেরাই ফসলের জমিতে বিষ প্রয়োগ করেছেন বলে আমাদের ধারণা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme