সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
সখীপুর বংশাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

সখীপুর বংশাই নদীর উপর সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : বাসাইল-সখীপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা বংশাই নদীর বরইতলা ঘাটে সেতু নির্মাণের দাবিতে বুধবার (২০ নভেম্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সখীপুর উপজেলার বংশাই নদীর বড়ইতলী ঘাটে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে সখীপুর উপজেলার শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয় ও স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বাসাইল উপজেলার কাউলকানী ইউনিয়নের গিলাবাড়ী এলাকার সহ্রাধিক সাধারণ মানুষ অংশ নেন।

স্থানীয়রা জানায়, বংশাই নদীর উপর বরইতলী ঘাটে একটি সেতুর অভাবে সখীপুর উপজেলার দাড়িয়াপুর, কৈয়ামধু, বেতুয়া, দেওবাড়ী, চাকলাপাড়া, বংকী, লাঙ্গুলিয়া; বাসাইল উপজেলার গিলাবাড়ী, কল্যাণপুর, ডুগনীবাড়ী, বার্থা, সুন্না, কলিয়া সহ ২৫টি গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছে। কয়েক হাজার শিক্ষার্থী সহ স্থানীয় লক্ষাধিক মানুষ বরইতলী ঘাট দিয়ে যাতায়াত করে থাকে।

মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দাড়িয়াপুর ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ, সাবেক ইউপি চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম, শাহাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ বিএসসি, আলমাস উদ্দিন, স্থানীয় ইউপি সদস্য শাহীন আল মামুন।

বক্তারা বলেন, বরইতলী ঘাট সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন ও বাসাইল উপজেলার কাউলকানী ইউনিয়নকে একত্রিত করেছে। বংশাই নদীতে সেতুর অভাবে সখীপুর ও বাসাইল উপজেলার ২৫টি গ্রামের লক্ষাধিক মানুষ ও স্কুল-কলেজ-মাদ্রারাসার শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবত অবর্ণনীয় দুর্ভোগ পোহাচ্ছে। তারা দ্রুত বংশাই নদীর উপর বড়ইতলী ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানান।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840