সংবাদ শিরোনাম:
মির্জাপুরের একটি বিল থেকে মানব কঙ্গাল উদ্ধার মির্জাপুরে তীব্র পানির সংকট নিরসনে শহরের ব্যস্ততম চারটি স্থানে এমপি শুভর নলকুপ স্থানের উদ্যোগ টাঙ্গাইলের মধুপুরে ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষিকা মেয়ে ও জামাতার নির্যাতনে শতবর্ষী বৃদ্ধের মৃত্যুর অভিযোগ টাঙ্গাইলের মধুপুরে বারোয়ারী মন্দিরে অগ্নিকাণ্ডে পাল্টাপাল্টি অভিযোগ! টাঙ্গাইলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে গণমাধ্যমকর্মীদের সমাবেশে মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে পথচারী, রিক্সাচালকদের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ ভাসানী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত ভূঞাপুরে প্রতীক পেয়েই প্রার্থীদের প্রচারণা
সরকারী বিধিনিষেধ অমান্য করে কিস্তি আদায়ে মরিয়া টাঙ্গাইলের এনজিওগুলো

সরকারী বিধিনিষেধ অমান্য করে কিস্তি আদায়ে মরিয়া টাঙ্গাইলের এনজিওগুলো

প্রতিদিন প্রতিবেদক : ৩০ জুন পর্যন্ত কিস্তি আদায়ে সরকারি বিধিনিষেধ থাকলেও টাঙ্গাইলে যুগবাণী, প্রার্থণাআশা সহ বিভিন্ন নামের প্রায় বিশ/ত্রিশ টি এনজিও মরিয়া হয়ে উঠেছে ঋণ আদায় কার্যক্রমে।

তারা সরকারী বিধিনিষেধ অমান্য কারে জোড়পূর্বক ঋণ আদায়ে বেপরোয়া মালিক ও কর্মীরা সংঘবদ্ধ ভাবে গ্রাহকদের বাড়ী ও কর্মস্থলে গিয়ে ঋণের টাকা জন্য নানা প্রকার চাপ প্রয়োগ করছেন।

তবে মাঠকর্মীরা মাঠে গিয়ে গ্রাহকের সঞ্চয় উত্তোলন ও ফেরত সহ কোন ঋণগ্রহীতা কিস্তি দিলে সেটি গ্রহণ করা হচ্ছে বলে স্বীকার করেছেন “প্রার্থণা”র পরিচালক।

আদায় পরিচালনাকারী প্রতিষ্ঠান লাইসেন্স বাতিলের নির্দেশনার তোয়াক্কা না করে গ্রাহকদের বাড়ী ও কর্মস্থলে গিয়ে কিস্তির টাকা আদায় নিয়ে ঋণগ্রহীতাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ আর ঝগড়া-বিবাদের ঘটনাও ঘটাচ্ছেন।

বর্তমানে এনজিওর কিস্তির ওই টাকা যেন ঋণগ্রহীতাদের ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

এতে চরম আর্থিক সংকট আর দুর্দশায় পড়েছে জেলার কর্মহীন, মধ্যবিত্ত আর নিম্ন আয়ের ঋণগ্রহীতারা। সৃষ্ট পরিস্থিতিতে দিশেহারা হয়ে উঠেছেন ঋণগ্রহীতাদের পরিবারগুলো।

সরেজমিনে টাঙ্গাইল পৌর শহরের পাঁচআনী বাজারে দেখা গেছে ঋণের কিস্তি আদায়ে ব্যস্ত এনজিও কর্মীরা। বাজারটিতে প্রার্থণা আর যুগবাণী এনজিও’র মাঠকর্মীরা কিস্তি আর সঞ্চয়ের টাকা উত্তোলনে রয়েছেন ব্যস্ত। থেমে নেই সরকারী পর্যায়ের ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, বেসরকারী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক, আশাসহ প্রতিষ্ঠিত প্রতিটি এনজিও সংস্থা।

বেসরকারী এনজিও সংস্থা প্রার্থণা’র ঋণগ্রহীতা ও পাঁচআনী বাজারের চা বিক্রেতা পিন্টু বসাক জানান, প্রতিটি এনজিওকে সরকারী ভাবে জুন মাসের কিস্তি আদায় বন্ধ রাখার নির্দেশ দিলেও সেটি মানছেন না এনজিও কর্তৃপক্ষ।

সরকারী ছুটির মেয়াদ শেষ হওয়ার পরের দিন থেকে প্রতিদিন বাজারে তাদের কর্মীরা সঞ্চয় আর কিস্তি আদায় করতে আসছেন। পাঁচআনী বাজারের প্রার্থণা এনজিও থেকে করোনার আগে ৩০ হাজার টাকা ঋণ তোলেন তিনি।

তবে সরকারী ছুটি শেষ হওয়ার পর থেকে দৈনিক দেড়শ টাকা করে কিস্তি দিচ্ছেন তিনি।

দৈনিক দেড়শ টাকা কামাই করা না গেলেও তাদের ঠিকই দিতে হচ্ছে কিস্তি। এ কারণে বেশীর ভাগ সময়ই অন্য ব্যবসায়ীদের কাছ থেকে ধারে টাকা এনে কিস্তির টাকা দিতে হচ্ছে।

ঋণ নিয়েছি পরিশোধ তো করবোই। তবে এখন ব্যবসা ভালো না হওয়ার ফলে এই কিস্তির টাকা দিতে চরম সমস্যা হচ্ছে তার।

যুগবাণী এনজিও’র গ্রাহক ও বাজারের ব্যবসায়ী নয়ন মিয়া জানান, এনজিও গুলো রীতিমত কিস্তি আর সঞ্চয় আদায় করলেও দিচ্ছেনা নতুন কোন ঋণ। আবার সঞ্চয়ের টাকাও ফেরত দিতে করছেন গড়িমশি। এই পরিস্থিতিতে তাদের মত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় ব্যাপক সমস্যা হচ্ছে।

বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আলমগীর, রতন, মানিক, ওয়াসিম, রঞ্জুসহ একাধিক গ্রাহকের অভিযোগ, এনজিও’র কর্মীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানে না পেয়ে মোবাইলে ফোন দিচ্ছেন। কিস্তি না দিলে আগামীতে তাদের ঋণ দেয়া হবে না বলেও ভয় দেখাচ্ছেন।

ক্ষুদ্র ব্যবসায়ী এনজিও’র ঋণ ছাড়া ব্যবসা চালানো সম্ভব না বলে ধারদেনা করে হলেও তাদের কিস্তি দিতে হচ্ছে তাদের। এটি তাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনজিও’র এক কর্মী জানান, প্রতিষ্ঠান কর্তৃপক্ষের নির্দ্দেশ্যেই তিনি বাজারে কিস্তি আর সঞ্চয় আদায় করছেন। তবে বর্তমানে নতুন কোন ঋণ দেয়া হচ্ছেনা।

প্রার্থণার নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম জুয়েল জানান, সরকারি বিধিনিষেধ মেনে এনজিও পরিচালনা করে আসছি। তার এনজিও প্রতিষ্ঠানের মাঠকর্মীরা মাঠে গিয়ে শুধু গ্রাহকের সঞ্চয় উত্তোলন আর সঞ্চয় ফেরত দেয়ার কাজে নিয়োজিত রয়েছেন।

এছাড়াও ইচ্ছাকৃত যদি কোন ঋণগ্রহীতা কিস্তি প্রদান করেন তবে সেটি গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, ঋণগ্রহীতা পিন্টু গত ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারী প্রার্থণা এনজিও থেকে মাত্র ৩০ হাজার টাকা ঋণ গ্রহণ করেন।

দৈনিক কিস্তি প্রদানের শর্তে গত বছরই পূর্ণ হয়েছে ঋণ পরিশোধের তারিখ। সর্বশেষ গত ৪ মাসে সে ৮ আর ১৪জুন মাত্র ১’শ টাকা করে ২০০টাকা কিস্তি প্রদান করেন। বর্তমানে তার বকেয়া ঋণ রয়েছে ৬হাজার দুইশ টাকা। পিন্টুর দেওয়া বক্তব্যটি ভূল ছিলো।

জোড়পূর্বক কিস্তি আদায়ের অভিযোগ অস্বীকার করে বেসরকারী এনজিও সংস্থা আশার টাঙ্গাইল জেলা ব্যবস্থাপক শামীম খান জানান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুসারে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। কোন ঋণগ্রহীতা ইচ্ছাকৃত কিস্তি দিলে সেটি গ্রহণ করাসহ তার প্রতিষ্ঠান থেকে নতুন ঋণও প্রদান করা হচ্ছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল ইসলাম জানান, জোড়পূর্বক কিস্তি আদায়ের কোন অভিযোগ তিনি পাননি। আগামী ৩০জুন পর্যন্ত সরকারী বিধিনিষেধ মেনে এনজিওগুলো কার্যক্রম পরিচালনা করছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি।

ঋণগ্রহীতাদের অভিযোগ, করোনাভাইরাসের প্রভাবে চরম হুমকির মুখে দাঁড়িয়েছে তাদের জীবনযাপন। সংক্রমণ এড়াতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধি আর বিধিনিষেধ মেনে সংসার চালাতেই যেখানে হিমশিম খাচ্ছেন তারা।

এরই মধ্যে ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে এনজিও’র কিস্তি আদায় কার্যক্রম। সরকারী ছুটি শেষের দিন থেকে কিস্তির টাকা আদায়ের জন্য বাড়ী আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছেন এনজিও কর্মীরা।

এছাড়াও আবার কারো কারো মোবাইলেই কিস্তি পরিশোধের জন্য চাপ প্রয়োগ করছেন তারা। এতে চরম বেকায়দায় রয়েছেন ওই ঋণগ্রহীতারা।

জানা যায়, জুন পর্যন্ত নতুন করে কাউকে ঋণ খেলাপি ঘোষণা করা যাবে না উল্লেখ করে গত ২২ মার্চ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে লাইসেন্সপ্রাপ্ত সব ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি।

এরপরও ওই প্রজ্ঞাপনের ভুল ব্যাখা দিয়ে কিছু এলাকায় ক্ষুদ্র ঋণগ্রহীতাকে কিস্তি পরিশোধে বাধ্য করার অভিযোগ পায় অথরিটি। বিষয়টি স্পষ্ট করার জন্য গত ২৫ মার্চ আরও একটি প্রজ্ঞাপন জারি করে অথরিটি।

প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ঋণগ্রহীতাদের আর্থিক অক্ষমতার কারণে ক্ষুদ্র ঋণের কিস্তি অপরিশোধিত থাকলেও তাদের আর্থিক অবস্থা বিবেচনায় নিয়ে ৩০ জুন পর্যন্ত প্রাপ্য কোনো কিস্তি বা ঋণকে বকেয়া বা খেলাপি দেখানো যাবে না।

অর্থাৎ এই সঙ্কটময় সময়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান কর্তৃক ঋণগ্রহীতাদের কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না। তবে কোনো গ্রাহক স্বেচ্ছায় ঋণের কিস্তি পরিশোধে ইচ্ছুক হন, তবে সে ক্ষেত্রে তার কিস্তি গ্রহণে কোনো বাঁধা থাকবে না। একই সঙ্গে কোনো প্রতিষ্ঠান যদি নতুন করে কাউকে ঋণ দিতে চায় সেটা দিতে পারবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840