প্রতিদিন প্রতিবেদকঃ অতিরিক্ত যানবাহনের চাপ ও বঙ্গবন্ধুসেতু পুর্ব প্রান্তে টোল আদায় বন্ধ থাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। যানজট বঙ্গবন্ধুসেতু পুর্ব পাড় থেকে টাঙ্গাইলের পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়েছে। ফলে মহাসড়ক স্থবির হয়ে পড়েছে।
এদিকে দুপুর ১২টার দিকে মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রসুলপুর এলাকায় হঠাৎ বিক্ষুদ্ধ হয়ে যাত্রীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সেখানে অবস্থানরত টাঙ্গাইলের এক নির্বাহী ম্যাজিষ্ট্রেট গাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোররাত থেকে বঙ্গবন্ধুসেতু পার হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত যেতে পারছিলনা যানবাহন। এ কারনে বঙ্গবন্ধুসেতুর টোল আদায় ভোর সাতটার পর বন্ধ করে দেয়া হয়। ফলে এ জানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপও রয়েছে। তবে যানজট নিরসনে পুলিশ কাজ করছে ।