প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার (৬ অক্টেবর) বিকেলে গুডনেইবারস ঘাটাইল সিডিপির ম্যানাজার মো.জাহাঙ্গীল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, গুড নেইবারস একাডেমী স্কুলের কাউন্সিলের সভাপতি মো.নজরুল ইসলাম, প্রধান শিক্ষিকা মোসা. হোসনে আরা পারভীন সহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
এর আগে গুডনেইবারস প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শালিয়াজানী বাজারের প্রদক্ষিণ শেষে আলোচনাস্থলে এসে শেষ হয়।