মাসুদুল হক : টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯জন জেলেকে জেলকে আটকের পর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।
রোববার রাতে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালায় পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদী থেকে মা ইলিশ মাছ ধরছে জেলেরা।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৯জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।