সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
কালিহাতীতে গ্রাম পুলিশকে শিবিরের হুমকি

কালিহাতীতে গ্রাম পুলিশকে শিবিরের হুমকি

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে এক গ্রাম পুলিশকে শিবির কর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির ঘটনাটি ঘটেছে উপজেলার বীরবাসিন্দা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড গ্রাম পুলিশ ফজলুল হকের সাথে।

এবিষয়ে জীবনের নিরাপত্তা চেয়ে গত ২৩ অক্টোবর কালিহাতী থানায় একটি সাধারন ডায়েরী করেছেন গ্রাম পুলিশ ফজলুল হক। ডায়েরী নং-১১৭৮।

ডায়েরীর বিবরণে জানাযায়, গত ১৯ অক্টোবর সিংনা পশ্চিমপাড়া হায়াত আলীর স্ত্রী তানজিলা ওরফে আন্না (৪৮) রাতে তার বাড়ীতে লোকজন নিয়ে জামায়াত-শিবিরের কার্যক্রম পরিচালনা করে লোকজনদের মাঝে বিভিন্ন জিহাদী বই, লিফলেটসহ আনুসাঙ্গিক পত্রাদি বিতরণ করা কালে একজন গ্রাম পুলিশ হিসেবে ফজলুল হক থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে তানজিলা ওরফে আন্নাকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

থানায় খবর দেওয়ার কারণে ওই গ্রাম পুলিশসহ তার ভাতিজির জামাই মীর ইমরুল হাসান (৩৭) কে উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের মৃত গাজী মিয়ার ছেলে বাদশা(৩৩), সিংনা মিয়াবাড়ী গ্রামের মৃত ইসমাইল হোসেন মিয়ার ছেলে সুজন মিয়া (২৫), সিংনা পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে সাব্বির হোসেন ফারুক (৩৮) মারপিটসহ ক্ষতি সাধন করার হুমকি প্রদান করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২২ অক্টোবর সকালে সুজন ও সাব্বির গ্রাম পুলিশ ফজলুল হক ও মীর ইমরুল হাসানকে সিংনা বাজারের আজিজ মার্কেটের সামনে পূনরায় হুমকি প্রদান করে বলে “জামায়াত শিবির করা কি অপরাধ”? আরো বলে সুযোগমত পাইলে মেরে হাত পা ভেঙ্গে দিবে এবং এলাকা থেকে আর একটি জামায়াত শিবিরের লোক পুলিশ ধরলে গ্রাম ছাড়া করে দিবে।

পরবর্তিতে গত ২৩ অক্টোবর বিকেলে মীর ইমরুল হাসান গ্রাম পুলিশের বাড়ী হইতে কালিহাতী আসার পথে কালিহাতী কলেজ মোড়ে পৌছালে উল্লেখিত বিষয়ে স্বাক্ষী দিলে তাদেরকে খুন জখমসহ যে কোন ক্ষতি করবে এবং কালিহাতী আসতে দিবে না বলে হুমকি প্রদান করে বাদশা।

হুমকির বিষয়ে ওই গ্রাম পুলিশ ফজলুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার আম্মা-আব্বা আমাকে ফোন দিয়ে বলে তুই বাড়ীতে আসিস না ওরা রাস্তায় লাঠি সোটা নিয়ে বসে থাকে। তাদের ভয়ে আমি গ্রাম ছাড়া।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ হাসান আল মামুন জানান, জিডিটি কোর্টে প্রেরণ করা হয়েছে। তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই আশরাফ। কোর্টের অনুমতি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840