সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’

ভূঞাপুরে অবৈধ বিদ্যুৎ ব্যবহারকারী থেকে ঘুষ নিচ্ছে কর্তৃপক্ষ

  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৭০১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : ভূঞাপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পরও আইনগত ব্যবস্থা গ্রহণ না করে উল্টো ঘুষ নিয়ে ছেড়ে দেয়া হচ্ছে।

গত ১২ অক্টোবর উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে বিদ্যুৎ কর্তৃপক্ষ। এঘটনায় ওই প্রধান শিক্ষকের তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি ভূঞাপুর পিডিবির সহকারি প্রকৌশলী ইবরাহীম খলিলের বিরুদ্ধে।

জানা গেছে, উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাড়িতে প্রায় ৪বছর আগে বিদ্যুৎ সংযোগ নেয়া হয়। এরপর থেকেই ওই বাড়ির মিটারে কারচুপি করে মিটারের বাইরে থেকে বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যবহার করা হয়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ অক্টোবর ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের (পিডিবি) সহকারি প্রকৌশলী ইবরাহীম খলিল ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে টাঙানো বিদ্যুৎ সংযোগ দেখতে পায়।

এসময় বিদ্যুৎ সংযোগের তার জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়ে কাটা তারসহ গ্রাহককে বিদ্যুৎ অফিসে দেখা করতে বলে। পরে বিদ্যুৎ অফিসের ওই প্রকৌশলী ১০ হাজার টাকার একটি পেলান্টি (জরিমানা) বিল আদায় করে।

ভূঞাপুর বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের সহকারি প্রকৌশলী ইবরাহীম খলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর বাড়িতে অবৈধ বিদ্যুৎ সংযোগ পাওয়া যায়। পরে সংযোগের তার কেটে জব্দ করা হয়। পরবর্তিতে গড় হিসেব করে ১০ হাজার টাকা জরিমানা করে বিদ্যুৎ বিল আদায় করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme