সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
সখিপুর সুরীরচালা বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক মুখোমুখি

সখিপুর সুরীরচালা বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও প্রধান শিক্ষক মুখোমুখি

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আ.লীগ নেতা কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ ও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন মুখোমুখি অবস্থানে। ফলে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট হচ্ছে। বিদ্যালয়ে এক কেরানী নিয়োগকে কেন্দ্র করে এ অচল অবস্থার সৃষ্টি হয়েছে।

ম্যানেজিং কমিটির সভাপতি তার নিজের লোক নিয়োগ করবে এবং বিদ্যালয় প্রতিষ্ঠাতার এক আত্নীয়কে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ রয়েছে। একে কেন্দ্র করে ম্যানেজিং কমিটির সভাপতি কাকড়াজান ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ রবিবার বিধিবহির্ভূতভাবে সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে ওই বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালনের জন্য লিখিতভাবে নির্দেশ দিয়েছেন।

তবে নুরুল ইসলাম ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব নিবেন না বলে অস্বীকৃতি জানিয়েছেন এবং সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক কফিল উদ্দিন প্রধান শিক্ষক হিসাবে নিয়মিত স্কুলে যাচ্ছেন।

অপরদিকে প্রধান শিক্ষক কফিল উদ্দিন ইউএনও ও সখিপুর থানায় অভিযোগ করেছেন বিদ্যালয়ের দুইটি রেজুলেশন বহি জোর পূর্বক ম্যানেজিং কমিটির সভাপতি তারিকুল ইসলাম বিদ্যুৎ নিয়ে গেছে ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এবং বিদ্যালয়ের ৩৯একর জমির মধ্যে এক একর ৫৪ শতাংশ জমি সভাপতির ভাই শাহীন জোরপূর্বক জবর দখল করে রেখেছে।

সখিপুর থানার এসআই আইয়ুব আলী বলেন, সুরীরচালা আব্দুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কফিল উদ্দিন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, বিদ্যালয়ের গ্রন্থাগারিক পদে প্রধান শিক্ষকের স্ত্রীকে নিয়োগ প্রদান ও অর্থ আত্নসাতের অভিযোগ প্রমানিত হওয়ায় প্রধান শিক্ষক কফিল উদ্দিনকে সাময়িক বরখাস্ত করে সহকারি প্রধান শিক্ষক নুরুল ইসলামকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মুখোমুখি মারমুখী অবস্থানের থাকার কারনে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠ পরিবেশ বিনষ্ট হচ্ছে। প্রতিষ্ঠানের স্বার্থে সংশ্লিষ্ট সকলের সু-দৃষ্টি কামনা করেছেন প্রতিষ্ঠাতা সদস্যগন, শিক্ষার্থীদের অভিভাবকগন ও এলাকাবাসী।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840