সংবাদ শিরোনাম:
সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫ নাগরপুরে মুক্তিযোদ্ধা পরিবার রাজপথে, প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত এক স্কুল থেকে এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন মির্জাপুরে ধান চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন টাঙ্গাইলে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের গার্ল-ইন- স্কাউটের সদস্যদের ডে ক্যাম্প ভূঞাপুরে সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণে সভা দেলদুয়ারে অসহায় দুস্থদের মাঝে খাদ্য সহায়তা প্রদান গোপালপুরের পরিবহন শ্রমিকদের ডাটাবেজ বা নিবন্ধন তৈরি শুরু যুবককে গাছে বেঁধে মারধরের ঘটনায় তোলপাড় ডিএনএ দিবসে মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের দেয়ালিকা প্রদর্শনী
গোপালপুরে ধানক্ষেত থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার ।। গ্রেফতার এক

গোপালপুরে ধানক্ষেত থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার ।। গ্রেফতার এক

মো. নূর আলম গোপালপুর : গোপালপুরে মার্বেল খেলা নিয়ে ঝগড়ার জেরে খুন হওয়া মো. শামীম নামে ৬ বছরের এক শিশুর গলাকাটা লাশ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

গ্রেফতার করা হয়েছে ১২ বছর বয়সী মো. সুজন নামের ঘাতক শিশু খনিকে। নিহত শামীম উপজেলার হাদিরা ইউনিয়নের সেনের চর (বন্দ হাদিরা) গ্রামের দিনমজুর মো. হাবিব মিয়ার ছোট সন্তান।

বাবা হাবিব মিয়া ও মা খাদিজা বেগম অনেকটা বুদ্ধি প্রতিবন্ধী। তাদের ঘরে মো. খায়রুল নামে আট বছরের আরেকটি ছেলে সন্তান রয়েছে। ঘাতক শিশু খুনি সুজন একই গ্রামের মো. শামছুল মিয়ার লম্পট সন্তান।

নিহত শামীমের বাবা হাবিব মিয়া জানান, প্রতিদিনের মতো শনিবার ভোর বেলায় পায়ে হেটে পার্শ্ববর্তী উপজেলা ধনবাড়ীতে দিনমজুর হিসেবে কাজে যোগদান করি। সন্ধ্যায় বাড়ি ফিরে শামীমকে খুঁজে পাওয়া যাচ্ছেনা খবরে রাত বারোটা পর্যন্ত পাশেপাশের গ্রামসহ নিজ গ্রামের বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করি।

গত রবিবার সকাল থেকেই ছেলে হারানোর সংবাদ জানিয়ে মাইকিং করতে থাকি। বেলা দশটার দিকে খবর আাসে আমার শামীম বাবা লাশ হয়ে ধানক্ষেতে পড়ে আছে।

শামীমের মা খাদিজা বলেন, শনিবার সকাল ৯ টার দিকে সুজনের সাথে বাড়ির পাশেই মার্বেল খেলে। তারপর দোকান থেকে কিছু কিনে খাবে বলে দশটি টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়।

ছেলে বাড়ি না ফেরার চিন্তায় হন্য হয়ে অনেক খোঁজাখুঁজি করি। গত রবিবার সকাল দশটার দিকে বাড়ি থেকে অর্ধকিলো দূরে, চকের ভিতরে কুকুরের ঘেউঘেউ শব্দ শুনে ধানক্ষেতে আমার কলিজার টুকরা শামীম বাবাজিকে লাশ অবস্থায় খুঁজে পাই।

থানা অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান জানান, খবরটি শুনেই পুলিশের দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। নিহত শামীমের মার্বেল খেলার সাথী সুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে, মার্বেল খেলা নিয়ে ঝগড়ার জেরে গ্রামের পাশে এক শ্যালোমেশিন ঘরে ব্লেড দিয়ে শামিমকে গাল,

মুখ এবং গলা কেটে হত্যা করার পর চকের ভিতর ধান ক্ষেতে ফেলে আসে। হত্যাকান্ডে জড়িত থাকায় খুনি শিশু সুজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840