সংবাদ শিরোনাম:
মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর টাঙ্গাইলে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ উদযাপন টাঙ্গাইলে মামলা হতেই এলজিইডির দুটি রাস্তার কাজ সম্পন্ন দেশ সেরা পিটিআই সুপারিনটেনডেন্ট নির্বাচিত হলেন টাঙ্গাইল পিটিআইয়ের রফিকুল ইসলাম তালুকদার  ভূঞাপুরে জুলাই বিপ্লবে শহীদ পলাশের লাশ উত্তোলনে বাদীর ‘না’ কালিহাতীতে আলোচিত রায়হান হত্যার প্রধান আসামি ইব্রাহিম গ্রেফতার  টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ

মধুপুরে একটি জুয়েলার্সে ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার লুট

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০
  • ৭১৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: মধুপুর পৌর শহরে ককটেল ফাটিয়ে রেখা জুয়েলার্সে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (০৬ জানুয়ারি) আনুমানিক রাত আটটায় শহরের সাথী সিনেমা হল রোডে ককটেল ফাটিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে রেখা জুয়েলার্সে দুর্ধষ এ ডাকাতির ঘটনা ঘটেছে।

স্থানীয় প্রত্যক্ষদোষী ও দোকান মালিক দুর্লভ কর্মকার জানান, ৭ থেকে ৮ জনের সংঘবদ্ধ ডাকাত দল অতর্কিত ভাবে দোকানের সামনে ১৫ থেকে ২০ টি ককটেল ফাটিয়ে আতঙ্ক তৈরী করে দোকানে ঢুকে লোহার রড, চাপাতি, কুড়াল ও চাকু বের করে ভয় দেখিয়ে প্রায় ৬০ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। এতে প্রায় আনুমানিক ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা।

এদিকে ডাকাতির এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত লোকজন ভিড় জমায়। ঘটনাস্থলের উত্তর দিকে কয়েক’শ গজ দূরে রাখা একটি পিকআপে উঠে ডাকাত দল দ্রুত এলাকা ত্যাগ করেও বলে দোকান মালিক জানান।

উপজেলা চেয়ারম্যান মোঃ ছরোয়ার আলম খান আবু, পৌর মেয়র মাসুদ পারভেজ ও মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক হোসেন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সহকারী পুলিশ সুপার (মধুপুর সার্কেল)এসপি কামরান হোসেন জানান, সংঘবদ্ধ ডাকাত দলের ৭/৮ জন ডাকাত সদস্যরা মুখে মুখোশ পড়ে অতর্কিত ভাবে ককটেল ফাটিয়ে জুয়েলারি দোকানে প্রবেশ করে দেশী অস্ত্র বের করে মালিক দুর্লভ কর্মকারকে ভয় দেখিয়ে দোকনের সব গহনাপত্র লুট করে নিয়ে যায়।

খবর পেয়ে থানা পুলিশ সহ আমি দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করি। মঙ্গলবার সকালে বিষফোরিত কিছু ককটেলের খোলস উদ্ধার করা হয়েছে। বর্তমানে মধুপুর থানায় রেখা জুয়েলার্সের মালিক দুলর্ভ কর্মকার ১২ জন কে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme