সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

টাঙ্গাইলে যমুনার তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ৪৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর : টাঙ্গাইলে যমুনা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো কালিহাতী উপজেলা প্রশাসন ।

বৃহস্পতিবার (১১জুন ) সকালে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান ভ্রাম্যমান অভিযান চালিয়ে বঙ্গবন্ধু সেতুর দক্ষিণ পার্শ্বে গরিলাবাড়ী নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা একটি স্থাপনা ভেঙে ফেলেন। 

টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম উপজেলা প্রশাসনকে এই অবৈধ ভবন অবিলম্বে উচ্ছেদের নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে নদীতে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান হযরত আলী একজন প্রভাবশালী নেতা। এলাকায় সর্বত্র তার প্রভাব বিরাজমান। তার নামে অবৈধভাবে নদীর পাড় দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তার প্রভাবে নিশ্চুপ থাকলেও বিবিএ (বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ) জেলা প্রশাসকের নিকট নদী দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ বিষয়ে হযরত আলীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রেরণ করে।

সরেজমিন তদন্ত ও পরিমাপ করে ঘটনার সত্যতা পাওয়া গেলে জেলা প্রশাসক এর নির্দেশক্রমে এই অভিযান পরিচালনা করি। এতে নদীর পাড়ে ৩০০ মিটার জায়গা দখল মুক্ত করা হয়।

এ কাজে বিবিএ কর্তৃপক্ষ ও কালিহাতি থানা পুলিশ সহায়তা করেন।

উল্লেখ্য অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা ওই স্থানে কৃষ্ণচূড়ার চারা রোপন করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme