সখীপুরে সাপের দংশনে আন্তসত্বা গৃহবধূর মৃত্যু

সখীপুরে সাপের দংশনে আন্তসত্বা গৃহবধূর মৃত্যু

মির্জা সাইদুল ইসলাম (সাঈদ) সখীপুর : টাঙ্গাইলের সখিপুরে বিষধর সাপের কামড়ে এক অন্তসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে।বুধবার (৮ জুলাই) রাত নয়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।

নিহত ওই গৃহবধূর নাম শারমিন আক্তার (১৯)। সে উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। ওই গৃহবধূ তিন মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তা ফরিদ হোসেন জানান, উপজেলার দাড়িয়াপুর গ্রামের বাড়িতে সন্ধ্যার দিকে মুরগির খোয়াড়ের (মুরগি পালনের ছোট ঘর) ঢাকনা দিতে গেলে ওই নারীকে সাপে দংশন করে। কিছুক্ষণের মধ্যেই  বিষক্রিয়ায় ওই নারী অজ্ঞান হয়ে পরেন।

ওই সময় স্বজনেরা তাঁকে সখীপুর পৌর শহরের একটি ওষুধের দোকানে নিয়ে আসেন। রাত আটটার দিকে ওই ওষুধের দোকানদার সাপে কাটার ভ্যকসিন দিলেও কোনো উন্নতি না হওয়ায় রাত নয়টার দিকে অজ্ঞান অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম জানান, হাসপাতালে আনার পূর্বেই রোগীর মৃত্যু হয়েছে। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের কোনো এন্ট্রি ভ্যাকসিন নেই বলে জানান তিনি।

উল্লেখ্য, সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে কাজুলি বর্মন (৩০) নামের এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬জুন) উপজেলার কাকড়াজান ইউনিয়নের দিঘীরচালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কাজুলি ওই গ্রামের বিকাশ চন্দ্র বর্মনের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, শুক্রবার দুপরে কাজুলি বর্মন বাড়িতে মোবাইল চার্জ দিতে যায়। এসময় মাল্টি প্লাগের বিদ্যুতের ছেঁড়া তারে সে বিদ্যুতায়িত হয়।

পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাজিয়া সুলতানা জানান, বিদ্যুৎস্পৃষ্টে ওই নারীর ডান হাত ও পেটে পুড়ে গভীর ক্ষত হয়েছে। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840