দেলদুয়ারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

দেলদুয়ারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

দেলদুয়ার প্রতিবেকঃ টাঙ্গাইলের দেলদুয়ারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রতিক বণ্যায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ বলেন বন্যা ও যে কোন দুর্যোগ মোকাবেলায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সার্বিক প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যেই বণ্যায় যাদের ঘরবাড়ী পানির নিচে আছে তাদের আশ্রয়ের জন্য নিকটস্থ স্কুল কলেজের ভবনগুলো উম্মুক্ত রাখা হয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম এহসানুল হক সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল হাসান, ওসি তদন্ত কামাল হোসেন,

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বাবলু, আটিয়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম মল্লিক, পাথরাইল ইউপি চেয়ারম্যা হানিফুজ্জামান লিটন, ডুবাইল ইউপি চেয়ারম্যান মোঃ ইলিয়াস মিয়া, এলাসিন ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন তালুকদার, লাউহাটী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খান ফিরোজ, দেওলী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু, ফাজিলহাটী ইউপি চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন,

দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক অপু তালুকদার শিপলু সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে, দেলদুয়ারে বঙ্গবন্ধু শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তারের পরিকল্পনা ও বাস্তবায়নে এবং উপজেলা পরিষদের সহযোগিতায় শনিবার বিকালে উপজেলা পরিষদ সংলগ্ন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন  করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো.শহীদুল ইসলাম।

এছারাও গত (২২ এপ্রিল) দেলদুয়ার উপজেলার দেউলী ইউনিয়নের ১৮৭ জন নিন্ম আয়ের মানুষের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দেলদুয়ার উপজেলা প্রশাসনের মাধ্যমে দেউলী ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে গিয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, মহিলা ভাইস চেয়ারম্যান দেওয়ান তাহমিনা হক, দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম সাচ্চু, উপজেলা র্নিবাচন অফিসার মিসবাহ উদ্দিন, উপ-সহকারী কৃষি অফিসার ফারহানুল কবির, আব্দুল বাসেত, দেলোয়ার হোসেন, উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার আজাহারুল ইসলাম, দেউলী ইউনিয়ন আওয়ামী লীগের আহব্বায়ক জাহাঙ্গীর কবির, যুগ্ম আহব্বায়ক জহুরুল ইসলামসহ প্রত্যেক ওয়ার্ডের মেম্বারবৃন্দ।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও একটি সাবান ।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840