সংবাদ শিরোনাম:
মাওলানা ভাসানী ও বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ কচু পাতার পানি না-বঙ্গবীর কাদের সিদ্দিকী আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় টাঙ্গাইলে জামায়াতের মিছিল টাঙ্গাইলে হত্যা মামলায় যুবক গ্রেপ্তার টাঙ্গাইলে লাঙ্গুলিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ; স্থানীয়দের উদ্বেগ, গুরুত্ব নেই প্রশাসনের টাঙ্গাইলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল বাসাইলে ট্রাক্টর-সিএনজির সংঘর্ষে কৃষি শ্রমিক নিহত সখীপুরে গভীর রাতে ককটেল বিস্ফোরণ, সহোদর দুইভাই আহত, গ্রেপ্তার ১ টাঙ্গাইলে গৃহবধূকে হত্যার অভিযোগে ॥ শ্বশুর ও দেবর পলাতক মির্জাপুরে দাড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত আহত ৫ আগে প্রয়োজনীয় সংস্কার হবে তারপর জাতীয় নির্বাচন- চরমোনাই পীর

ঈদে টাঙ্গাইলে চাহিদার তুলনায় পশু বেশী

  • আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৪৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে কোরবানীর পশু চাহিদার তুলনায় বিশ হাজার বেশী প্রস্তুত রয়েছে। আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলায় কোরবানীর পশুর চাহিদা ৭৩ হাজার ৫৪৭টি।

এর মধ্যেই প্রস্তুত আছে ৯০ হাজার ৫২২টি। গরু ছাগল উৎপাদনে বেশ কয়েক বছর ধরেই স্বয়ংসম্পূর্ণ এ জেলা বলে দাবি জেলা প্রাণীসম্পদ কার্যালয়ের। জেলা প্রাণীসম্পদ কার্যালয় সূত্রে জানা যায়, গত ঈদুল আযহায় এ জেলায় কোরবানীর পশুর চাহিদা ছিল ৪৭ হাজার ৫২টি আর প্রস্তুত ছিল ৪৭ হাজার ৫৩টি।

চলতি বছরের চাহিদা ৭৩ হাজার ৫৪৭টি। ইতোমধ্যেই প্রস্তুত আছে ৯০ হাজার ৫২২টি। আসন্ন ঈদুল আযহায় টাঙ্গাইল সদর উপজেলায় কোরবানীর পশুর চাহিদা ১২ হাজার ৩৮টি থাকলেও প্রস্তুত আছে ১৬ হাজার ৬৫টি।

প্রস্তুতকৃত পশুর মধ্যে ৫ হাজার ২৭২টি ষাঁড়, ৮১২টি বলদ, ৭১৩টি গাভী, ১৩টি মহিষ, ৮ হাজার ৩৬০টি ছাগল, ৮৯০টি ভেড়াসহ অন্যান্য ৫টি। প্রস্তুতকৃত কোরবানীর পশুর মধ্যে গরু-মহিষ রয়েছে ৬৪ হাজার ৬২টি, ছাগল-ভেড়া ২৬ হাজার ৪১০টি আর অন্যান্য ৫টি।

প্রস্তুতকৃত কোরবানীর পশুর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৬ হাজার ৬৫টি, বাসাইল উপজেলায় ১০ হাজার ৫০টি, সখীপুর উপজেলায় ১৪ হাজার ১৬১টি, মির্জাপুর উপজেলায় ৩ হাজার ৬৯১টি, দেলদুয়ার উপজেলায় ৩ হাজার ৩৮৬টি, নাগরপুর উপজেলায় ৭ হাজার ৫৮৫টি, কালিহাতী উপজেলায় ৯ হাজার ৯২৩টি, ঘাটাইল উপজেলায় ৫ হাজার ১৯টি, ভূঞাপুর উপজেলায় ১০ হাজার ৬০২টি, গোপালপুর উপজেলায় ৪ হাজার ৪৯২টি, মধুপুর উপজেলায় ২ হাজার ২১৩টি আর ধনবাড়ী উপজেলায় ৩ হাজার ৩৩৫টি।

সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মোতালেব। তিনি জানান, করোনা আর বন্যার কারণে এ বছর তেমন জমছেনা পশুর হাট। এতে খামারীদের লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। আসন্ন ঈদুল আযহার কোরবানীর হাটে ভেটেনারী মেডিকেল টিম দায়িত্ব পালন করবেন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme