সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে ১৬ সরকারি প্রতিষ্ঠানে উড়ছে না জাতীয় পতাকা টাঙ্গাইলে ওয়ালটনের নন স্টপ মিলিয়নিয়ার অফার উপলক্ষে র‌্যালী কালিহাতীতে আওয়ামীলীগ-সিদ্দিকী পরিবার মুখোমুখি টাঙ্গাইলের তিন উপজেলায় মাঠ-ঘাট চষে বেড়াচ্ছেন প্রার্থীরা টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু রংপুরে শুরু হয়েছে শেখ হাসিনা অনুর্ধ্ব-১৫ টি টোয়েন্টি প্রমীলা ক্রিকেট টুর্নামেন্ট ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চশমা প্রতীক নিয়ে সাংবাদিক আতিক জনপ্রিয়তায় শীর্ষে ও জনসমর্থনে এগিয়ে ঘাটাইলে সেলাই মেশিন মার্কায় ভোট চাইলেন পৌর মেয়র আব্দুর রশীদ মিয়া টাঙ্গাইলে পুটিয়াজানী বাজারে দোকান ঘর ভাঙ্গচুরের অভিযোগ দেবরের বিরুদ্ধে সিরাজগঞ্জে ২১৬ কেজি গাঁজাসহ আটক ২ ; কাভার্ড ভ্যান জব্দ সাফল্য অর্জনেও ব্যতীক্রম নয় জমজ দুই বোন,  লাইবা ও লামিয়া দুজনেই পেলেন জিপিএ- ৫
মাভাবিপ্রবিতে শুরু হয়েছে “Hult Talk with Leaders”

মাভাবিপ্রবিতে শুরু হয়েছে “Hult Talk with Leaders”

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি : বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির উদ্যোগে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান “Hult Talk with Leaders”।

এখানে সেশনগুলো হাল্ট প্রাইজ মাভাবিপ্রবির অফিশিয়াল ফেসবুক পেজ থেকে প্রতি চারদিন পরপর সরাসরি সম্প্রচারিত হবে রাত ৮ টায়।

এই সেশনগুলোতে বিভিন্ন উদ্যোক্তাদের অতিথি হিসেবে নিয়ে এসে তাদের কাছ থেকে শোনা হবে তাদের পথ পাড়ি দেওয়ার গল্প, অভিজ্ঞতা। সঙ্গে তাদের উপদেশ, পরামর্শ তো থাকছেই।

“Hult Talk with Leaders” এ অতিথি হিসেবে ছিলেন আলফা ক্যাটারিং এর সহ-প্রতিষ্ঠাতা সাইম ফারুক; সংযোগ এর সহ-প্রতিষ্ঠাতা সারাফ নাওয়ার এবং তরুণ এর সহ-প্রতিষ্ঠাতা রাফিদ ইলাহী চৌধুরী।

তারা তাদের উদ্যোক্তা হয়ে ওঠার গল্প, তাদের কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে, তাদের অভিজ্ঞতা সবার মাঝে তুলে ধরেন। তারা তাদের আলোচনায় উদ্যোক্তা হতে যে ধরণের সামাজিক প্রভাব পড়ে তা নিয়ে আলোচনা করেন।

এছাড়াও কিভাবে আমাদের ভেতরের গুণগুলো আরও ভালো হবে, কি করে একজন ভাল নেতৃত্ব দিতে পারবে তা নিয়েও আলোচনা করেন অতিথিরা। তাদের আলোচনা সেশনে অংশ নেওয়া সবাই অনেক উপভোগ করেন।

আর ইতোমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে হাল্ট প্রাইজের এই বছরের চ্যালেঞ্জের বিষয়বস্তু। হাল্ট প্রাইজের এই বছরের বিষয়বস্তু “Food for Goods: Transforming food into Vehicle for change”. যেখানে টেকসই উন্নয়ন লক্ষমাত্রার ৭টি লক্ষ্য নিয়ে সরাসরি কাজ করা যাবে।

আর কিছুদিনের মধ্যে এই বছরের চ্যালেঞ্জও ঘোষণা করতে যাচ্ছে হাল্ট প্রাইজ ফাউন্ডেশন। গতবার মাভাবিপ্রবিতে উল্লেখযোগ্য হারে অনক্যাম্পাস প্রোগ্রামে অংশ নিয়েছিল মাভাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং মাভাবিপ্রবি থেকে বিজয়ী দল অংশ নেয় রিজিওনাল সামিটে।

খবরটি শেয়ার করুন..

Comments are closed.




© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি ।
নির্মান ও ডিজাইন: সুশান্ত কুমার মোবাইল: 01748962840