সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির মাস্টারমাইন্ড গ্রেপ্তার স্মার্ট বাংলাদেশ গড়ার যাত্রায় টাঙ্গাইলের ১৫বছর বয়সী তরুণ সামির তালুকদার জুলাই গণ-অভ্যুত্থানে শহিদদের উত্তরাধিকারের মাঝে সঞ্চয়পত্রের চেক বিতরণ ধনবাড়ীতে কিশোরীকে চেয়ারে বেধে বাবা, সৎ মা ও ভাই মিলে নির্যাতনের অভিযোগ  কালিহাতীতে যুবকে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার।  মধুপুরে সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া শিক্ষার্থীর সহপাঠীদের নামে হত্যা মামলা,এলাকায় তোলপাড় সখীপুরে ৬০ টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৬০ লাখ টাকা অনুদানের চেক বিতরণ  বিএনপি,র সাবেক নেতার বিরুদ্ধে আপত্তিকর বক্তেব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন মধুপুরে বিএনপির নেতার কারখানায় ডাকাতি। জেলা বিএনপি ঘটনাস্থল পরিদর্শন  বাসাইলে ঠিকানার উদ্যোগে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ

ঘাটাইলে কৃষকলীগের বিশেষ বর্ধিত সভা

  • আপডেট : শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০
  • ৪৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের ঘাটাইলে কেন্দ্রীয় ও জেলা-উপজেলা কৃষকলীগ নেতৃবৃন্দ বলেছেন, কৃষকরা জাতির সূর্য সন্তান, কৃষকরা মাঠে ফসল ফলান বলেই সবার অন্ন জোটে। কৃষকরা জাতির মূল চালিকা শক্তি। কৃষকদের ভাগ্যের উন্নয়নের জন্যই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ গঠন করেছিলেন।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ নানা ক্ষেত্রে অনেকদূর এগিয়ে গেছে, কিন্তু বাংলার কৃষকদের ভাগ্যের দৃশ্যমান উন্নয়ন ঘটেনি। তাই দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। তিনি কৃষকলীগকে গুরুত্ব দিয়ে সরকারি ধান-চাল ক্রয়ে কৃষকলীগ নেতাদের সম্পৃক্ত করার নির্দেশনা দিয়েছেন। কৃষি দপ্তরেও কৃষকলীগ নেতাদের সম্পৃক্ত করার প্রক্রিয়া চলছে। শনিবার(১৯ ডিসেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা কৃষকলীগের বিশেষ বর্ধিত সভায় বক্তৃতাকালে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
ঘাটাইল উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় টাঙ্গাইল জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আলহাজ মোস্তফা কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মো. রেজাউল করিম হিরণ, ঘাটাইল উপজেলা আ’লীগের আহŸায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ কৃষক লীগের দপ্তর সম্পাদক মো. রেজাউল করিম রেজা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. শাহজান আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি জমির উদ্দিন আমিরী, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন আকন্দ, মোস্তাফিজুর রহমান, সাগরদীঘি ইউপি চেয়ারম্যান মো. হেকমত সিকদার, অর্থ-সম্পাদক উত্তম কুমার ঘোষ প্রমুখ। সভা পরিচালনা করেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক অ্যাভোকেট শামস উদ্দিন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme